রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মেলবোর্নের পর এবার অ্যাডিলেডে জেমসের কনসার্ট

বিনোদন ডেস্ক   |   শনিবার, ০৯ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   57 বার পঠিত   |   পড়ুন মিনিটে

মেলবোর্নের পর এবার অ্যাডিলেডে জেমসের কনসার্ট

শেষ কবে দেশে দেখা গেছে জেমসকে? এমন প্রশ্ন রাখলে উত্তর পাওয়া মুশকিল হয়ে পড়বে। কারণ বিগত চার-মাস ধরে দেশের বাইরের কনসার্ট নিয়েই ব্যস্ত রয়েছেন নগরবাউলখ্যাত এই গায়ক। লন্ডন, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া একাধিক কনসার্ট করেছেন তিনি। দেশগুলোতে বেশ কয়েকটি কনসার্টের শিডিউল দেওয়া আগামীতেও। ফলে বিদেশের দর্শকদের গান শুনানোর এই ব্যস্ততা সহসাই কাটছে না জেমসের।

এদিকে খবর এলো আগামী ১০ নভেম্বর অস্ট্রেলিয়ার অ্যাডিলেইড শহরে নরউড কনসার্ট হলে গাইবেন এই তারকা। ইতোমধ্যে চলছে প্রচার প্রচারণা। এতে গাওয়ার বিষয়ে নিশ্চিত করেছেন জেমসের ম্যানেজার রুবাইয়াত ঠাকুর রবিন। জেমসের অফিসিয়াল ফেসবুক পেজেও গাওয়ার বিষয়ে নিশ্চিত করে লেখা হয়েছে, ‘প্রাণের এডিলেয়ড। ভালবাসা নিও। দেখা হবে ১০নভেম্বর।’ এর আগে গত ২ নভেম্বর মেলবোর্নেও কনসার্ট করেছেন জেমস। এতে জেমসের সঙ্গে আরও গেয়েছেন কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদ।

এদিকে গুঞ্জন এবারের বিপিএলের উদ্বোধনী আসরে গাইবেন জেমস। বেশ কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে চর্চা হচ্ছে বিষয়টি নিয়ে। এ বিষয়ে জেমসের পক্ষ থেকে বিবৃতি দিয়েছেন তাঁর ম্যানেজার রুবাইয়াত ঠাকুর রবিন। গণমাধ্যমে তিনি জানিয়েছেন, এ বিষয়ে তাদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি বিপিএল কর্তৃপক্ষ। এমন কিছু হলে তো অফিসিয়িালি জানানো হবে। এখনও এ বিষয়ে আমরা কিছুই জানি না, যেহেতু জানি না, তাই এ বিষয়ে কথাও বলতে পারছি না।

এদিকে গত ২ অক্টোবর পালন করা হলো জেমসের ৬১তম জন্মদিন। নানা কারণে দিনটি অনেকটা আড়ম্বরহীন ছিল। দেশের চলমান নানা ইস্যুর কারণে সাদামাটাই ছিল রকস্টারের জন্মদিন।

উল্লেখ্য, ২০২২ সালের এপ্রিল মাসে বসুন্ধরা ডিজিটালের ইউটিউব প্ল্যাটফর্মে ‘আই লাভ ইউ’ ও ‘সবই ভুল’ শিরোনামে দুটি গান প্রকাশিত হয় জেমসের। তবে সেই গানে শ্রোতারা আগের জেমসকে পায়নি।

Facebook Comments Box

Posted ৩:৫৭ পূর্বাহ্ণ | শনিবার, ০৯ নভেম্বর ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com