রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সরব হয়েছে গানের ভুবন, গানে ফিরেছেন শিল্পীরা

বিনোদন ডেস্ক   |   বুধবার, ০৬ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   99 বার পঠিত   |   পড়ুন মিনিটে

সরব হয়েছে গানের ভুবন, গানে ফিরেছেন শিল্পীরা

আবারও গানের ভুবনে সরব হয়ে উঠেছেন তারকা শিল্পীরা। থেমে নেই তরুণরাও। শিল্পী, গীতিকবি, সুরকার, সংগীতায়োজক থেকে শুরু করে গানের প্রকাশকদের এ ব্যস্ত হয়ে ওঠা, দেশীয় সংগীতে সুবাতাস বইয়ে দেবে বলেও মনে করছেন অনেকে। মূলত শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী কোটা আন্দোলনের সময় থেকে বদলে যাওয়া শুরু করেছিল সংগীতাঙ্গনের পরিবেশ। শিক্ষার্থীদের কোটা আন্দোলন ও এক দফা দাবির পর স্বৈরশাসকের পতনের পরও স্বস্তি ছিল না সাধারণ মানুষের মনে।

অন্যদিকে দুই দফা বন্যায় দেশজুড়ে নানা প্রান্তে ব্যাপক ক্ষয়ক্ষতি ও অনিয়ন্ত্রিত বাজারদরে দিশেহারা হয়ে পড়েছিল জনসাধারণ। এ একটা সময়ে গান প্রকাশ বিলাসিতা বলেই মনে করেছেন সংগীতযোদ্ধা। যদিও স্বৈরশাসকের পতনের দাবিতে বেশ কিছু গান প্রকাশিত হয়েছিল এবং তা মানুষের মনে দারুণভাবে নাড়া দিয়েছে। তবে সেসব আয়োজন ছিল, তরুণদের আয়োজনে চলমান সময়ের চিত্র তুলে ধরার প্রয়াসে। সেখানে গান নিয়ে পেশাদারি ভাবনা কোনো শিল্পী বা সংগীতায়োজনের ছিল না। তাই অনেকের প্রশ্ন ছিল, তারকা শিল্পীরা কবে থেকে নিয়মিত গান প্রকাশ শুরু করবেন?

অবশ্য এ প্রশ্নের উত্তর পেতে খুব একটা অপেক্ষায় থাকতে হয়নি শ্রোতাদের। কারণ, অনেক দিন নীরব থাকার পর এরই মধ্যে তারকা শিল্পীরা পুনরায় গান প্রকাশ করে দিয়েছেন। মূলত কয়েকটি কনসার্টকে ঘিরে, শ্রোতাদের প্রত্যাশার বিষয়টি শিল্পী ও সংগীতায়োজকদের সামনে এসেছে।

বৈষম্যবিরোধী আন্দোলনে আহত শিল্পীদের পাশাপাশি বন্যার্তদের ত্রাণ ও পুনর্বাসন সহায়তায় আয়োজন কনসার্টের পাশাপাশি ‘গণজোয়ার’, ‘ঢাকা রেট্রো’, ‘গানওয়ালাদের গান’সহ আরও কিছু আয়োজন থেকেই স্পষ্ট হয়েছে, সংগীতের প্রতিটি আয়োজনের জন্যই দর্শক-শ্রোতা প্রহর গুনে যাচ্ছে। একই সঙ্গে অপেক্ষায় আছেন নতুন গানের। যার পরিপ্রেক্ষিতে শিল্পী, সংগীতায়োজকরা তাদের নতুন আয়োজন তুলে ধরার মধ্য দিয়ে সংগীতাঙ্গনে প্রাণ ফিরিয়ে আনার চেষ্টা করে যাচ্ছে। এরইমধ্যে শিল্পী ও সংগীত পরিচালক বাপ্পা মজুমদার ‘শহরের চোখ’, প্রমিথিউস তারকা বিপ্লব ‘নতুন বাংলাদেশ’, পান্থ কানাই ‘আহারে জীবন’, কোনাল ‘আলো কি আটকানো’, ‘দুষ্টু হাসি’, অবন্তী সিঁথির হিন্দি গান ‘মেহসুস দিল কো’, ক্লোজআপ ওয়ান তারকা নোলক বাবু ‘ইয়া যাল জালালি ওয়াল ইকরাম’, লিজা ‘পূর্ণিমা চাঁদ’ এবং ব্যান্ড শিরোনামহীন তাদের ‘বাতিঘর’ অ্যালবামের নতুন গানগুলো প্রকাশ করে শ্রোতা প্রশংসা কুড়িয়েছেন।

এই আরও কিছু গান শিগগিরই আসবে বলেও শিরোনামহীন সদস্যরা জানিয়েছেন। ইনদালো ব্যান্ডও তাদের দ্বিতীয় অ্যালবামের ‘ঘুড়ি’ শিরোনামে নতুন গান প্রকাশ করে অনুরাগীদের প্রত্যাশা পূরণ করেছেন। অন্যদিকে অসংখ্য কালজয়ী গানের প্রয়াত দুই শিল্পী শেখ ইসতিয়াক ও খালিদ স্মরণে ‘অনুস্মরণ’ শিরোনামে একটি গানে কণ্ঠ দিয়ে আলোচনায় এসেছেন অবসকিওর ব্যান্ডের শিল্পী টিপু ও তরুণ মুন্সী। পাশাপাশি আইয়ুব বাচ্চুকে শ্রদ্ধা জানাতে তাঁর কালজয়ী ত্রিশটি গানের শিরোনাম নিয়ে অভিনব এক গানের আয়োজন করেছেন পার্থিব ব্যান্ডের শিল্পী রুমন। একইভাবে শ্রোতার প্রত্যাশা পূরণে বিভিন্ন নাটকে প্লেব্যাক করা বেশ কিছু গান প্রকাশ করেছেন ইমরান মাহমুদুল, বেলাল খান, দিলশাদ নাহার কনা, হৈমন্তী, শাহরিয়ার মার্সেলসহ আরও কয়েজন শিল্পী।

এ ছাড়াও একক গান নতুন আয়োজন দিয়ে শ্রোতার মনোযোগ করেছেন শিল্পী ফারহিন খান জয়িতা, আটমনাল মুন, তরুণ মুন্সী, লুৎফর হাসান, তোসিবাসহ তারকা ও তরুণ আরও কিছু শিল্পী; যা ক্রমশ ফিরিয়ে দিচ্ছে, গানের ভুবনের চিরায়ত দৃশ্য। শুধু তাই নয়, আগামী দিনগুলো আরও সুরেলা হয়ে উঠবে, তার আভাসও দিয়ে রেখেছেন আসিফ আকবর, হাবিব ওয়াহিদ, রেনেসাঁ ব্যান্ডের নন্দিত শিল্পী পিলু খান, বাপ্পা মজুমদার, এলিটা করিম, কর্ণিয়া, ব্যান্ড ভাইকিংস, ব্ল্যাক, নেসেসিস, মেঘদলসহ আরও বেশ কিছু প্রথম সারির ব্যান্ড, কণ্ঠশিল্পী ও সংগীতায়োজকরা নতুন আয়োজনের ঘোষণা দিয়েছেন। যার সুবাদে কিংবদন্তি শিল্পী রুনা লায়লা থেকে করে ন্যান্সি, মনির খান, মুহিন, কিশোর, জয় শাহরিয়ার, মাহতিম সাকিবসহ তারকা ও তরুণ শিল্পীদের গান শোনার সুযোগ হবে সংগীতপ্রেমীদের।

Facebook Comments Box

Posted ৪:৩০ পূর্বাহ্ণ | বুধবার, ০৬ নভেম্বর ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com