রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কাঞ্চনের বাবা হওয়ার খবরে যা বললেন তার প্রাক্তন স্ত্রী

বিনোদন ডেস্ক   |   সোমবার, ০৪ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   114 বার পঠিত   |   পড়ুন মিনিটে

কাঞ্চনের বাবা হওয়ার খবরে যা বললেন তার প্রাক্তন স্ত্রী

৫৪ বছর বয়সে ফের সন্তানের বাবা হয়েছেন টলিউড অভিনেতা ও বিধায়ক কাঞ্চন মল্লিক। শনিবার সন্ধ্যায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তার স্ত্রী শ্রীময়ী চট্টোরাজ।

বিয়ের মাত্র ৮ মাসের মাথায় বাবা-মা হলেন এই দম্পতি। তাদের সন্তানের নাম রাখা হয়েছে কৃষভি। ভগবান কৃষ্ণের আরেকটি নাম কৃষভি। যার অর্থ হল কালো (কৃষ্ণের গায়ের রং), দয়ালু, পবিত্র, শুভ এবং বন্ধুত্বপূর্ণ। কাঞ্চন এবং শ্রীময়ী দুজনেই কৃষ্ণ ভক্ত। তাই পরিকল্পনা মাফিকই মেয়ের নাম রেখেছেন দু’জন।

এর আগেও সন্তানের বাবা হয়েছেন কাঞ্চন মল্লিক। দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সংসারে একটি পুত্র সন্তান রয়েছে তার। নাম ওশ, বর্তমান বয়স ১০ বছর।

আমাদের উপর কুদৃষ্টি দেবেন না, কাঞ্চনের প্রাক্তনকে নতুন স্ত্রী

চলতি বছরের ১০ জানুয়ারি স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়কে ডিভোর্স দেন কাঞ্চন। আর ঠিক এক মাস পরেই ১৪ ই ফেব্রুয়ারি আইনি কাগজে সই করে বিয়ে করে নেন শ্রীময়ীর সঙ্গে। এরপর ২রা মার্চ সাত পাক ঘোরেন এই জুটি। অর্থাৎ আইনি বিয়ের আট মাসের মাথায় মা হয়েছেন শ্রীময়ী।

প্রাক্তন স্বামীর বাবা হওয়ার খবরে শুভেচ্ছা জানিয়েছেন তার প্রাক্তন স্ত্রী পিঙ্কি। ভারতীয় সংবাদমাধ্যম এই সময়কে সদ্যোজাতের প্রতি বুকভরা ভালোবাসা জানিয়ে তিনি বলেছেন, ‘আমি আসলে একটু কাজে ব্যস্ত ছিলাম। একটা চিত্রনাট্য পড়ছিলাম। কাঞ্চনের কন্যা সন্তান হয়েছে। এটা খুবই আনন্দের খবর। যে কোনও মানুষ, যে কোনও মা এই খবর পেলে এটাই বলবে- মা আর সন্তান সুস্থ থাকুক, ভালো থাকুক। আমিও তাই-ই বলতে চাই, ওরা যেন ভালো থাকে।’

শ্রীময়ীর সঙ্গে কাঞ্চনের বয়সের ফারাক বিস্তর। অভিনেতার চেয়ে ২৭ বছরের ছোট তার তৃতীয় স্ত্রী। কাঞ্চনের বর্তমান বয়স ৫৪ বছর। অন্যদিকে শ্রীময়ীর ২৭। তবুও বয়সের বাঁধা হয়নি তাদের সম্পর্কে। বর্তমানে সুখেই রয়েছে এই দম্পতি।

এদিকে বাবা হওয়ার পরে উচ্ছ্বাসের শেষ নেই কাঞ্চনের। অভিনেতা বলেন, ‘আমি ছিলাম ওটিতে শ্রীময়ীর পাশে। আই অ্যাম সো সো হ্যাপি (হাসি)। মা লক্ষ্মী এল ঘরে….।আমার বাড়িতে কালীপুজা হয়। আজ অন্নকূট, ও মা লক্ষ্মী। সবাই ওদের জন্য প্রার্থনা করুন। যেন মা-মেয়ে ভালো থাকে’।

Facebook Comments Box

Posted ১:০৬ পূর্বাহ্ণ | সোমবার, ০৪ নভেম্বর ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com