সোমবার ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বাগ’র সিভিক এনগেজমেন্ট ডিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০২ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   134 বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাগ’র সিভিক এনগেজমেন্ট ডিনার অনুষ্ঠিত

বাংলাদেশি আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপ (বাগ) এর উদ্যোগে সিভিক এনগেজমেন্ট ডিনার অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্কে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কংগ্রেসম্যান জামাল বৌমেন। সংগঠনের সভাপতি জয়নাল আবেদিন প্রত্যোক নাগরিককে ভোটাধিকার প্রয়োগের আহবান জানান। তিনি বলেন, আমাদের উপস্থিতি জানান দিতে এবং অধিকার আদায়ের অন্যতম সোপান ভোটাধিকার প্রয়োগ। ভোট দিয়ে গণতান্ত্রিক অধিকারকে সুরক্ষিত করুন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মূলধারার রাজনীতিতে বাংলাদেশি আমেরিকান তথা বাংলাদেশী আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপের কর্মতৎপরতার প্রশংসা করেন। তিনি বলেন, এআইপিএসি এর শক্তিশালি অর্থ সরবরাহ গ্রুপের অপতৎপরতার চ্যালেঞ্জ হলো ‘বাগ’ এর মতো সংগঠনের কর্মতৎপরতা। তিনি আরো বলেন, ভোটের মাঠে পরাজিত হলেও আমি মানবতার পক্ষে সাধারণ নাগরিকদের পক্ষে কথা বলেই যাবো। কেউ আমার কন্ঠ রোধ করতে পারবে না। তার নির্বাচনি প্রচার প্রচারণায় বাগসহ বাংলাদেশিদের অংশগ্রহণের জন্যে সবাইকে ধন্যবাদ জানান। গত ২৪ অক্টোবর কুইন্স প্যালেসে সিভিক এনগেজমেন্ট ডিনার অনুষ্ঠিত হয়েছে।

বিশেষ অতিথির বক্তব্যে নিউইয়র্ক সিটির পাবলিক অ্যাডভোকেট জোমানি উইলিয়াম বলেন, নিউইয়র্ক সিটির নাগরিকরা অনেক ভালো কিছু প্রত্যাশা করে যা বর্তমান মেয়র নিশ্চিতকরণে অকৃতকার্য হয়েছেন। তিনি বলেন, রাজনৈতিক নেতাদের মানবিক হতে হবে এবং জনগণের সার্বিক স্বার্থ রক্ষায় নিজেদেরকে আপ্রাণ চেষ্টা চালাতে হবে।

অ্যাসেমব্লিম্যান জোহরান মামদানি বলেন, তিনি ইতোমধ্যে আগামী নির্বাচনে নিউইয়র্ক সিটিতে প্রথম মুসলিম মেয়র হওয়ার জন্যে ঘোষণা দিয়েছেন। আগামী মেয়র নির্বাচনে তাকে সমর্থন করার জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করেন।
স্টেট সিনেটর জেসিকা রামোস বলেন, আগামী দিনে তিনি বাংলাদেশি তথা ইমিগ্রেন্ট কম্যুনিটির জন্যে নাগরিক সুবিধা আদায়ে কাজ করে যাবেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিউইয়র্কের সিনেটর প্রার্থী ডিয়ানি সারি, গভর্নরের মুসলিম লিয়াঁজো ডাইরেক্টর মোহাম্মদ বাহিসহ আরও অনেকে। ‘বাগ’ গত এক দশকেরও বেশি সময় ধরে নিউইয়র্কে ইমিগ্রেন্ট কম্যুনিটির অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে।

Facebook Comments Box

Posted ১:৫৬ অপরাহ্ণ | শনিবার, ০২ নভেম্বর ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com