রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আসছে জুমানজির শেষ সিনেমা

বিনোদন ডেস্ক   |   শনিবার, ০২ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   108 বার পঠিত   |   পড়ুন মিনিটে

আসছে জুমানজির শেষ সিনেমা

‘জুমানজি’ ভক্তদের দীর্ঘদিনের অপেক্ষা শেষ হতে চলেছে। আসছে এ হলিউড ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি। সম্প্রতি সিরিজটির তৃতীয় কিস্তির ঘোষণা দিয়েছে সনি পিকচার্স। ২০২৬ সালে পর্দায় আসবে এটি।

‘জুমানজি’ বরাবরই হলিউডের অন্যতম জনপ্রিয় ও সফল ফ্র্যাঞ্চাইজি। ২০২৬ সালের ১১ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজির পরবর্তী সিনেমা। ফের একসঙ্গে হচ্ছেন ডোয়াইন জনসন, কেভিন হার্ট, জ্যাক ব্ল্যাক ও ক্যারেন গিলান। আগের মতোই এ কিস্তিরও পরিচালনায় রয়েছেন জেক ক্যাসড্যান। তবে এটাই ফ্র্যাঞ্চাইজির শেষ সিনেমা হতে পারে বলে ইশারা দিয়েছেন জনসন।

এক সাক্ষাৎকারে ডোয়াইন জনসন জানান, তিনি মুখিয়ে আছেন জুমানজির তৃতীয় কিস্তিতে অভিনয় করার জন্য। তিনি এটাও ইশারা দেন যে, সম্ভবত এটিই হবে এ ফ্র্যাঞ্চাইজির শেষ সিনেমা। জনসন বলেন, ‘জুমানজি নিয়ে জেকের দারুণ কিছু চিন্তা রয়েছে। সম্ভবত এটাই শেষ কিস্তি হতে যাচ্ছে। সে চেতনা থেকে বলতে গেলেও এটা একটা বিশেষ সিনেমা।’

২০১৭ সালের ডিসেম্বরে মুক্তি পায় ‘জুমানজি: ওয়েলকাম টু দ্য জঙ্গল’। বৈশ্বিকভাবে সিনেমাটির আয় ছিল ৯৫ কোটি ডলার। এর সিকুয়াল তৈরি হয় ২০১৯ সালে, বৈশ্বিকভাবে যার আয় ৮০ কোটি ডলার। ওয়েলকাম টু দ্য জঙ্গলের গল্প আবর্তিত হয়েছে একদল টিনএজারকে কেন্দ্র করে, যারা ভিডিও গেমে আটকা পড়ে যায়।

Facebook Comments Box

Posted ৪:১৭ পূর্বাহ্ণ | শনিবার, ০২ নভেম্বর ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com