
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০২ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 213 বার পঠিত | পড়ুন মিনিটে
যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রাণপ্রিয় সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি’। ৫ লাখ প্রবাসীর কল্যাণে সংগঠনটি কাজ করে আসছে গত ৪৮ বছর ধরে। প্রতি দু’বছর পরপর গণতান্ত্রিকভাবে নির্বাচনের মধ্যদিয়ে নতুন নেতৃত্ব আসে। কমিউনিটির মানুষ মেতে উঠে নির্বাচনী উৎসবে। নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা পরস্পর বিরোধী অবস্থান নিলেও দিন শেষে আমরা আমরাই। কমিউনিটিতে সুখে—দুঃখে একসাথেই আছি। ভবিষতেও থাকবো।
সোসাইটির নিবার্চনে আমরা ভিন্ন ভিন্ন প্যানেলের সর্মথক হলেও সংগঠনের উন্নয়ন ও কমিউনিটিতে একসাথে কাজ করার প্রত্যয় রয়েছে। গত ২৭ অক্টোবর বাংলাদেশ সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সেলিম—আলী ও রুহুল—জাহিদ পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। বিপুল ভোটে জয়ী হয় সেলিম—আলী পরিষদ। আমি নিজেও সেলিম— আলী প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির কনভেনর ছিলাম। আমার সাথে এই গুরুদায়িত্বে পালনে ছিলেন আজমল হোসেন কুনু (চেয়ারম্যান), কাজি শাখাওয়াত হোসেন আজম (কো—কনভেনর) ও কাজী তোফায়েল ইসলাম (সদস্য সচিব)। তাদের অক্লান্ত পরিশ্রমেই প্যানেল বিজয়ের সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। আমি তাদের সকলের কাছে কৃতজ্ঞ। নির্বাচনে হারজিত থাকবে। কিন্তু সোসাইটির উন্নয়ন প্রশ্নে এখন থেকে কোন দ্বিধাবিভক্তি নেই। মান অভিমান নেই।
বাংলাদেশ সোসাইটির এই নির্বাচন শেষে সকল মতভেদ ভুলে আমরা একসাথে কাজ করার সংকল্প ব্যক্ত করছি। বিজয়ী ও বিজিত সকলেই আমাদের এই কমিউনিটির সুযোগ্য নেতৃত্ব। তারা এই কমিউনিটি বিনির্মাণে কাধে কাধ রেখে কাজ করবেন বলে দৃঢ়ভাবে প্রত্যাশা করছি। আমি নিজেও এই সোসাইটির সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে গত ২০ বছর ধরে জড়িত। আগামীতে এই সংগঠনকে গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক হিসেবে বিকাশে যেকোন সহায়তা দিতে প্রস্তুত। বাংলাদেশ সোসাইটির ৫০ বছর পূর্তি দোরগোড়ায়। আসুন আমরা সবাই মিলে আমাদের প্রাণপ্রিয় এই সংগঠনের ৫০ বছরপুর্তি উদযাপন করি । এগিয়ে যাক উদীয়মান বাংলাদেশি কমিউনিটি।
Posted ২:৩১ পূর্বাহ্ণ | শনিবার, ০২ নভেম্বর ২০২৪
nykagoj.com | Monwarul Islam