শুক্রবার ১লা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকায় ৯ দিনব্যাপী ফরাসি চিত্রশিল্পীর প্রদর্শনী

বিনোদন ডেস্ক   |   বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   4 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঢাকায় ৯ দিনব্যাপী ফরাসি চিত্রশিল্পীর প্রদর্শনী

ছোটবেলা থেকেই এলিজ তার শিল্পযাত্রা শুরু করেন নিজের হাতে মেহেদী দিয়ে অঙ্কন করে! পরবর্তীতে কাগজেও অনেক কিছু আঁকতে থাকেন। স্কুলের একঘেয়েমি থেকে পালাতে, সে তার ডায়েরি রঙিন ও কল্পনাপ্রসূত অঙ্কনে ভরিয়ে তোলেন। এলিজের একাডেমিক পথ গণিতের হলেও আঁকাআঁকির প্রতি তার আগ্রহ অব্যাহত ছিল সবসময়।

সেই শিল্পীর শিল্পকর্ম নিয়ে একটি বিশেষ প্রদর্শনী হচ্ছে ঢাকায়। ৯ দিনের এই প্রদর্শনীটি আয়োজন করছে আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা। ‘ফাইনলি টাইনি’ শিরোনামে এলিজ গ্রোজোঁর এই একক চিত্র প্রদর্শনীর উদ্বোধন হচ্ছে ১ নভেম্বর, শুক্রবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে লা গ্যালারিতে।

এদিন প্রদর্শনী শুরু হওয়ার আগে এলিজ গ্রোজোঁর বিশেষ আলোচনা, ‘গণিত এবং শিল্প: সংযোগ অন্বেষণ’ হবে বিকাল ৫টায়। ৯ নভেম্বর পর্যন্ত প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এই প্রদর্শনী।

এলিজ গণিতে ডক্টরেট (পিএইচডি) লাভ করেন এবং ফ্রান্সের বিখ্যাত বিশ্ববিদ্যালয় ইএনএসটিএ-প্যারিস-এ সহকারী অধ্যাপক হিসাবে কর্মরত। কর্মের অবসরে যখন তিনি সুযোগ পান বা জটিল গণিতের সমীকরণ সমাধানে ব্যস্ত নন, তখন এলিজ আঁকতে ভালবাসেন পেন্সিল, কালির, তেল রং, অ্যাক্রিলিক, জলরং, রঞ্জক, কোলাজ এবং এমনকি লবণ ময়দার মতো বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে পরীক্ষা করে।

গণিত এবং শিল্প, দুটি ভিন্ন প্রকৃতির এই আবেগের মধ্যে যা সম্পর্ক তৈরি করে তা হলো জটিল জ্যামিতিক প্যাটার্নের প্রতি তার ভালোবাসা। এই সংযোগটি শিল্পীর ‘ক্লাসরুম’ এবং ‘রোমিও ও জুলিয়েট-গণিতজ্ঞ সংস্করণ’ নামক দুটি ছবিতে বিশেষভাবে প্রতিফলিত হয়েছে, যা প্রদর্শনীতে দেখানো হবে। এমনটাই জানিয়েছে আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা।

Facebook Comments Box

Posted ৪:৪৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com