প্রবাস ডেস্ক | বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 13 বার পঠিত | পড়ুন মিনিটে
নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে প্রবেশ করায় ভূঁইয়া মো. রবিউস সানি নামে এক বাংলাদেশিকে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই অপরাধে দুই বার ধরা পড়ার পর তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। তাঁর অপরাধ প্রতারণা (দালালি) সম্পর্কিত বলে উল্লেখ করেছেন দেশটির সরকারি কৌঁসুলিরা। মঙ্গলবার মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
এর আগে ২০২৩ সালের অক্টোবরে বিমানবন্দরে প্রবেশে নিষেধাজ্ঞার আদেশ লঙ্ঘন করেন সানি। তিনি সিঙ্গাপুর ছাড়ার আগে এক বাংলাদেশি যাত্রীর হাতে ব্যাগেভর্তি সোনার চেইন তুলে দেওয়ার চেষ্টা করেছিলেন। গত সোমবার সানি তাঁর অপরাধমূলক অনুপ্রবেশের দোষ স্বীকার করেন। এরপর তাঁকে ছয় দিনের কারাদণ্ড দেওয়া হয়।
ডেপুটি পাবলিক প্রসিকিউটর ফোবি ট্যান জানান, এয়ারপোর্ট টার্মিনাল ম্যানেজাররা দেখেছেন, কিছু ব্যক্তি যাত্রীদের হয়রানি করছেন এবং দেশে পণ্য পৌঁছে দিতে সাহায্যের জন্য অনুরোধ করছেন। তাদের কার্যকলাপ চাঙ্গি এয়ারপোর্ট গ্রুপের জন্য অস্বস্তির কারণ হয়েছে। এ ধরনের আচরণ বিমানবন্দরের সুনাম ক্ষুণ্ন করছে
সানি ছিলেন সেই ব্যক্তিদের মধ্যে একজন, যারা যাত্রীদের অন্য দেশে বিভিন্ন পণ্য বহনে সহায়তা করার অনুরোধ করেছিলেন। ২০২৩ সালের ১২ সেপ্টেম্বর তাঁকে প্রথম নিষেধাজ্ঞা দেওয়া হয়। নিষেধাজ্ঞায় বলা হয়েছিল, ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর পর্যন্ত যেন তাঁর চাঙ্গি এয়ারপোর্টে প্রবেশ নিষিদ্ধ করা হয়। ২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর তিনি এ আদেশ লঙ্ঘন করেন। সেদিন তাঁকে দ্বিতীয়বার নিষেধাজ্ঞা দেওয়া হয়। এবার তাঁকে গত ১২ সেপ্টেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা দেওয়া হয়। কিন্তু সানি আদেশগুলো উপেক্ষা করতে থাকেন।
Posted ৩:৩০ পূর্বাহ্ণ | বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
nykagoj.com | Stuff Reporter