সোমবার ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বাংলাদেশ সোসাইটির নির্বাচনে সেলিম-আলী পরিষদের ঐতিহাসিক বিজয়

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৮ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   156 বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশ সোসাইটির নির্বাচনে সেলিম-আলী পরিষদের ঐতিহাসিক বিজয়

বাংলাদেশ সোসাইটি অব নিউইয়র্কের নির্বাচনে ঐতিহাসিক বিজয় লাভ করেছে সেলিম—আলী প্যানেল। যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের মাদার সংগঠন বাংলাদেশ সোসাইটির ১৮ হাজার ভোটারের মধ্যে প্রায় ১০ হাজার ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। এই নির্বাচন নিয়ে কমিউনিটির ছিল ব্যাপক আগ্রহ ও উত্তেজনা। দুটি প্যানেল সরাসরি এ নির্বাচননে অংশ নেয়। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন রিজু মোহাম্মদ। অবশিষ্ঠ ১৮ পদের সবগুলোতেই সেলিম—আলী প্যানেলের প্রার্থীরা ৭ শত থেকে দেড় হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। নির্বাচিত ও পরাজিত কর্মকর্তাদের নাম ও ভোটের তথ্য এখানে তুলে ধরা হলে। সভাপতি—আতাউর রহমান সেলিম (৫,২৮৯), নিকটতম প্রতিদ্বন্দ্বি রুহুল আমিন সিদ্দিকী (৩,৮২০), সিনিয়র সহসভাপতি—মহিউদ্দীন দেওয়ান (৫,৪৯৪), নিকটতম প্রতিদ্বন্দ্বি ফারুক চৌধুরী (৩,৪০৫), সহসভাপতি কামরুজ্জামান কামরুল (৫,৪৮০), তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আমিনুল চৌধুরী (৩,৪০৯), সাধারন সম্পাদক— মোহাম্মদ আলী (৫,১৭৯), তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাহিদ মিন্টু (৩,৮৭২)। সাধারন সম্পাদক পদে মোহাম্মদ আলী জিতেছেন ১৩০৭ ভোটের ব্যবধানে। অন্যান্য পদে বিজয়ীরা হলেন সহ সাধারন সম্পাদক—আবুল কালাম ভূঁইয়া ((৫,০৮৫), নিকটতম প্রতিদ্বন্দ্বি সারোয়ার খান বাবু (৩,৮৬৪), কোষাধ্যক্ষ—মফিজুল ইসলাম রুমি (৫.২৪২), নিকটতম প্রতিদ্বন্দ্বি নওশেদ হোসেন (৩,৬২৬), সাংগঠনিক সম্পাদক—ডিউক খান (৫,২৩০), তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সাদি মিন্টু (৩,৬৪৯), সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজ (৫,০৬৯), নিকটতম প্রতিদ্বন্দ্বি মনিকা রায় চৌধুরী (৩,৭২৭), সমাজকল্যাণ সম্পাদক—জামিল আনসারী (৫,২০৭), তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নাদির আইয়ুব (৩,৫৮৮), সাহিত্য সম্পাদক—আকতার বাবুল (৪,৭৯৩), তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রুমানা আহমেদ (৪,০৫২)। উল্লেখ্য রুমানা আহমেদ সোসাইটির সাবেক সভাপতি কামাল আহমেদের কন্যা। রুহুল—জাহিদ মিন্টুর প্যানেলের প্রার্থীদের মধ্যে তিনিই সবচেয়ে বেশি ভোট পেয়ে হেরেছেন। রুমানা হেরেছেন ৭৪১ ভোটে। ক্রিড়া সম্পাদক—আশ্রাব আলী খান ((৫০৯১), আলমগীর হোসেন (৩,৬৮২), স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক—মোহাম্মদ হোসেন জিলানী ((৫,০৩৪), তার নিকটতম শাহনাজ হোসেন প্রতিদ্বন্দ্বি পেয়েছেন ৩,৭৯৪ ভোট।

কার্যকরি কমিটির সদস্য পদে নির্বাচিত সদস্যরা হলেন সিদ্দিক পাটোয়ারি, হারুন চেয়ারম্যান, আবুল কাশেম চৌধুরী, জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দি,মনসুর আহমেদ ও হাসান খান।

রোববার ২৭ অক্টোবর সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত নিউইয়র্ক সিটির ৫টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। রাত ১১টায় প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট জামাল আহমেদ জনি কুইন্সের গুলশান ট্যারেসেতে নির্বাচন কমিশনের অস্থায়ী প্রধান কার্যালয় থেকে এই ফলাফল ঘোষণা করেন। বিজয়ী সেলিম—আলী প্যানেলের মধ্যমণি ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ছিলেন গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট ও কমিউনিটি একটিভিস্ট শাহ নেওয়াজ। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন তোফায়েল আহমেদ। বিজয়ী সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারন সম্পাদক মোহাম্মদ আলী এক প্রতিক্রিয়ায় কমিউনিটির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Facebook Comments Box

Posted ৬:০২ পূর্বাহ্ণ | সোমবার, ২৮ অক্টোবর ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com