শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

জাপানে স্বীকৃতি পেল বাংলাদেশি নির্মাতা শাহেদ ইমনের চলচ্চিত্র

বিনোদন ডেস্ক   |   সোমবার, ২৮ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   175 বার পঠিত   |   পড়ুন মিনিটে

জাপানে স্বীকৃতি পেল বাংলাদেশি নির্মাতা শাহেদ ইমনের চলচ্চিত্র

বাংলাদেশি নির্মাতা আবু শাহেদ ইমনের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘টেনেমেন্ট অফ সিক্রেট টক’ জাপানের বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে। স্বল্পদৈর্ঘ্যটি নির্মাণ হয়েছে কিয়োটো ফিল্মমেকারস ল্যাব ২০২৪ এর অধীনে। বিশ্বব্যাপী অসংখ্য আবেদনকারীর মধ্যে প্রতিযোগিতামূলক ভাবে কিয়োটো ফিল্মমেকারস ল্যাব ২০২৪ এ প্রথমবারের মত বাংলাদেশি কোন নির্মাতা এই সম্মান অর্জন করলেন।

জানা গেছে জাপানের হোক্কাইডো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪, নাসু শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪, এবং তাচিকাওয়া মেইগাজা স্ট্রিট ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪ প্রদর্শিত হবে ‘টেনেমেন্ট অফ সিক্রেট টক’।

শোচিকু দলের অংশ হিসেবে ইমনের নির্দেশনায় নির্মিত ‘টেনেমেন্ট অফ সিক্রেট টক’ একটি ঐতিহ্যবাহী জাপানি জিদাইগেকি স্টাইলে তৈরি করা হয়েছে, যেখানে কিয়োটোর শোচিকু স্টুডিওর খোলা সেট, আসল কস্টিউম, এবং ঐতিহাসিক প্রপ ব্যবহার করা হয়েছে। এই চলচ্চিত্রটি জাপানের প্রাচীন চলচ্চিত্র নির্মাণ ধারা ও ইমনের নিজস্ব নির্মাণশৈলীর সমন্বয় যা আন্তর্জাতিক নির্মাতাদের একটি মেধাবী দলের সহযোগিতায় আরও সমৃদ্ধ হয়েছে।

নিজের অভিজ্ঞতা নিয়ে আবু শাহেদ ইমন বলেন, ‘শোচিকু স্টুডিওতে আন্তর্জাতিক কলাকুশলীর সাথে ‘টেনেমেন্ট অফ সিক্রেট টক’ তৈরি করতে পারা ছিল এক অসাধারণ অভিজ্ঞতা। আমি কৃতজ্ঞ যে এই চলচ্চিত্রটি জাপানের দর্শকদের কাছে পৌঁছাচ্ছে এবং কিয়োটো ফিল্মমেকারস ল্যাবের পরামর্শকদের সহযোগিতা ও দিকনির্দেশনার জন্য কৃতজ্ঞ।’

এর আগে আবু শাহেদ ইমন ‘জালালের গল্প’, ‘ইতি, তোমারই ঢাকা’ ‘মারকিউলিস’, ‘পতালঘর’, ‘পায়ের তলে মাটি নাই’ নির্মাণ করে প্রশংসা কুড়িয়েছেন। এর মধ্যে ২০১৬ সালে ‘জালালের গল্প’, ২০২০ সালে ‘ইতি, তোমারই ঢাকা’ ও ২০২৩ সালে ‘পায়ের তলে মাটি নাই’ অস্কারে বাংলাদেশি প্রতিনিধিত্ব করেছিল।

Facebook Comments Box

Posted ৩:৩৬ পূর্বাহ্ণ | সোমবার, ২৮ অক্টোবর ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com