
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৭ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 143 বার পঠিত | পড়ুন মিনিটে
সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীকে সিনিয়র সচিব পদমর্যাদায় বিদেশে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে তিন বছরের জন্য নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২১ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।’ তবে কোন দেশে তাকে রাষ্ট্রদূত হিসেবে পাঠানো হবে তার কোনো ইঙ্গিত নেই প্রজ্ঞাপনে। এরই মধ্যে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সরকারি প্রজ্ঞাপনে বলা হয়, যোগদানের দিন থেকে বিদ্যমান পেশা, ব্যবসা, সরকারি বা আধাসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার শর্তে তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে। প্রায় এক দশক নির্বাসিত জীবন শেষে গত ১২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন মুশফিকুল ফজল আনসারী। তিনি ওয়াশিংটনভিত্তিক বাংলাদেশি সাংবাদিক। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ও জাতিসংঘের প্রেস ব্রিফিংয়ে নিয়মিত প্রশ্ন করার জন্য সুপরিচিত আনসারী। তিনি ওয়াশিংটনভিত্তিক ফরেন পলিসি ম্যাগাজিন সাউথ এশিয়া পারস্পেকটিভসের (এসএপি) নির্বাহী সম্পাদক।
Posted ৩:১৯ পূর্বাহ্ণ | রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
nykagoj.com | Monwarul Islam