সোমবার ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
ফলাফল প্রত্যাখান করলেন মাকসুদ: হাসপাতালে শুয়ে হাসলেন তাহের

চট্রগ্রাম সমিতিতে তাহেরই সভাপতি ও সাধারন সম্পাদক আরিফ

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৬ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   157 বার পঠিত   |   পড়ুন মিনিটে

চট্রগ্রাম সমিতিতে তাহেরই সভাপতি ও  সাধারন সম্পাদক আরিফ

 

শেষ হাসিটা আবু তাহেরই হাসলেন। চূড়ান্ত ফলাফলে তিনিই চট্রগ্রাম সমিতির নির্বাচিত সভাপতি। নির্বাচন কমিশন গত শুক্রবার ২৫ অক্টোবর রাতে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে। তাহেরের প্রাপ্ত ভোট ১০৩০। মাকসুদের ১০২৮। সাধারন সম্পাদক আরিফুল ইসলাম জিতেছেন ২৯ ভোটের ব্যবধানে।  গত ২০ অক্টোবর প্রাথমিকভাবে ইলেকট্রনিক গণনায় ফলাফল দেয় কমিশন। এতে সভাপতি পদে মাকসুদুল হক চৌধুরী ২ ভোটের ব্যবধানে আবু তাহেরের চেয়ে এগিয়ে থাকেন। কিন্তু নির্বাচন কমিশন জানায়, ৬টি চ্যালেঞ্জ ভোট থাকায় চূড়ান্ত ফলাফল ঘোষণা করা সম্ভব হয়নি। আমরা ভোটগুলো যাচাইবাছাই করে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবো। কিন্তু মাকসুদ চৌধুরী চ্যালেঞ্জ ভোটকে প্রত্যাখান করে ইলেকট্রনিক ভোটকে আমলে নিয়ে নিজেকে সভাপতি পদে বিজয়ী ঘোষণা করেন। গত সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি নিজেকে নির্বাচিত সভাপতি দাবি করেন। বলেন, নো আইডি, নো ভোট নীতির আলোকে চ্যালেঞ্জ ভোটকে বৈধভোট বানানোর সুযোগ নেই। অবিলম্বে তিনি আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার দাবি জানান। কিন্তু গত শুক্রবার ২৫ অক্টোবর ঐ ৬ ভোটকে বৈধ গণ্য করে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে। এতে ৬টি ভোটই পান আবু তাহের সহ তার প্যানেলের কর্মকর্তারা। ২ ভোটে জয়ী হন আবু তাহের। এ ঘোষণায় ক্ষোভে ফেটে পড়েন মাকসুদ এইচ চৌধুরী। তিনি ফলাফল প্রত্যাখান করে সোশাল মিডিয়ায় ভিডিও লাইভে এসে বলেন, নির্বাচন কমিশণ পক্ষপাতদুষ্ট। তারা ষড়যন্ত্র করে আমাকে হারিয়ে দিল। এ ফলাফল মানি না।নির্বাচন কমিশন রাতের অন্ধকারের চমক দেখালো। এটি একটি সাজানো ফলাফল। চট্রগ্রামবাসীকে সাথে নিয়ে এ অন্যায়ের প্রতিবাদ করবো। আগামীতে করনীয় ঠিক করবো ইনশাল্লাহ।

রোববার ২০ অক্টোবর ব্রুকলিন, জামাইকা, স্টাম্পফোর্ড (কানেকটিকাট) ও ফিলাডেলফিয়ার কেন্দ্রে ভোট অনষ্ঠিত হয়। এতে প্রায় ২ হাজার চট্রগ্রামবাসী ভোটাধিকার প্রয়োগ করেন। ১৯টি পদের বিপরীতে সভাপতি আবু তাহের ও সাধারন সম্পাদক আরিফ সহ ৯টি পদে তাহের—আরিফ প্যানেল জয়লাভ করে। সিনিয়র সহসভাপতি মুক্তাদির বিল্লাল সহ ১০টি পদে জয়লাভ করে মাকসুদ—মাসুদ প্যানেলের প্রার্থীরা। মাকসুদ—মাসুদ প্যানেলের বিজয়ী প্রার্থীরা হলেন মুক্তাদির বিল্লাহ (সিনিয়র সহ ষভাপতি) , আলী আকবর (সহসভাপতি),আইয়ুব আনসারি (সহসভাপতি),ইকবাল হোসেন ভূইয়া (যুগ্ম—সাধারন সম্পাদক), হারুন মিয়া (সহ—সাধারন সম্পাদক), মোহাম্মদ ফরহাদ ( সাংগঠনিক সম্পাদক), আকতারুল আলম (সমাজকল্যান সম্পাদক), নুরুস সোফা (কার্যকরি কমিটি সদস্য), মোহাম্মদ শাহ আলম (কার্যকরি সদস্য) ও শওকত আলী (কার্যকরি সদস্য)।

তাহের— আরিফ পরিষদের অন্যান্য পদে বিজয়ীরা হলেন শফিকুল আলম ( কোষাধ্যক্ষ), নুরুল আমিন (সহ কোষাধ্যক্ষ),অজয় প্রসাদ তালুকদার (দফতর সম্পাদক), ইমরুল কায়সার (সহ দফতর সম্পাদক), এনাম চৌধুরী (শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক), জাবেদ শফি ( প্রচার সম্পাদক) ও মোহাম্মদ ঈশা (ক্রিড়া সম্পাদক)।

 

মোট ৪টি ভোট কেন্দ্রের মধ্যে মাকসুদ—মাসুদ প্যানেল স্ট্যাম্পফোর্ডে ৫০, জামাইকায় ৩০ ও ব্রুকলিনে ২৭ ভোটের ব্যবধানে এগিয়ে ছিল। তাহের—আরিফ প্যানেল ফিলাডেলফিয়া কেন্দ্রে ১২০ ভোটের ব্যবধানে বিজয়ী হয়।
এই নির্বাচনে সভাপতি পদপ্রার্থী আবু তাহের নিজের ভোটটি দিতে পারেন নি। তিনি পেনসিলভানিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত শুক্রবার রাতে চট্রগ্রাম সমিতির নেতারা হাসপাতালে গিয়ে বিজয়ী নিতfকে ফুল দিয়ে অভিনন্দন জানান।হাড্ডাহাড্ডি লড়াইয়ের এ নির্বাচনে ১ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন কোষাধ্যক্ষ শফিকুল আলম ও দফতর সম্পাদক অজয় প্রসাদ তালুকদার।

 

Facebook Comments Box

Posted ৪:৩৫ অপরাহ্ণ | শনিবার, ২৬ অক্টোবর ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com