
বিনোদন ডেস্ক | শনিবার, ২৬ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 24 বার পঠিত | পড়ুন মিনিটে
বলিউডের আলোচিত অভিনেত্রী নিমরত কউরের নাম জড়িয়ে রয়েছে বেশ কয়েকজন তারকার সঙ্গে। সম্প্রতি গুঞ্জন উঠেছে, অভিষেক বচ্চনের সঙ্গে তার ঘনিষ্ঠতার কারণেই নাকি ঐশ্বরিয়ার সঙ্গে অভিষেকের দাম্পত্য জীবনে দূরত্ব এসেছে।
‘দশভি’ ছবির শুটিং সেটে অভিষেক ও নিমরতের মধ্যে একধরনের সম্পর্ক গড়ে ওঠে বলে কানাঘুষো চলছে। বলিপাড়ার একটি অংশের দাবি, অভিষেকের ‘স্কুলের প্রেমিকা’ হিসেবে পরিচিতি পাওয়া এই অভিনেত্রী নাকি তাদের সম্পর্কের অবনতির কারণ। তবে বিষয়টি নিয়ে কেউ সরাসরি মুখ না খুললেও, এই গুঞ্জনে বলিউড মহল সরগরম।
২০১৮ সালে নিমরত কউরের নাম প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও কোচ রবি শাস্ত্রীর সঙ্গে জড়িয়েছিল। যদিও নিমরত ও রবি দু’জনেই এসব খবরকে মিথ্যা বলে উড়িয়ে দেন, তবে তাদের মধ্যে ঘনিষ্ঠতা নিয়ে তখনও বলিউডে বেশ কিছু দিন আলোচনা হয়েছিল।
এর আগে দক্ষিণের জনপ্রিয় তারকা রানা দগ্গুবতি ও বলিউডের খ্যাতনামা অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গেও নিমরতের সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছে। যদিও এসব নিয়ে কখনও মুখ খোলেননি নিমরত, তবে তার ব্যক্তিগত জীবন ও সম্পর্ক নিয়ে কৌতূহল বরাবরই বলিউড মহলের আলোচনার কেন্দ্রে।
অভিষেক-ঐশ্বর্যার সম্পর্কের গুঞ্জন নিয়ে বলিপাড়ায় আলোচনা থামছে না, আর সেই সঙ্গে পুনরায় ব্যক্তিগত জীবনে নিমরত কউরকে ঘিরে চলছে নানা রকম জল্পনা।
Posted ৫:০৪ পূর্বাহ্ণ | শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
nykagoj.com | Stuff Reporter