সোমবার ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

চট্রগ্রাম সমিতির নির্বাচন: সভাপতি পদে মাকসুদ ২ ভোটে এগিয়ে।। সাধারন সম্পাদক পদে আরিফ বিজয়ী

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২১ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   202 বার পঠিত   |   পড়ুন মিনিটে

চট্রগ্রাম সমিতির নির্বাচন: সভাপতি পদে মাকসুদ ২ ভোটে এগিয়ে।। সাধারন সম্পাদক পদে আরিফ বিজয়ী

যুক্তরাষ্ট্রস্থ চট্রগ্রাম সমিতির নির্বাচনে নির্বাচনে সভাপতি পদে মাকসুদুল হক চৌধুরী ২ ভোটের ব্যবধানে আবু তাহেরের চেয়ে এগিয়ে থাকলেও ৬টি ভোট নিয়ে আপত্তি থাকায় নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করেনি। তবে মাকসুদ চৌধুরী নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন। তাকে নির্বাচিত করার জন্য চট্রগ্রামবাসীকে ধন্যবাদ জানিয়েছেন। তাহের—আরিফ প্যানেলের সাধারন সম্পাদক পদপ্রার্থী আরিফুল ইসলাম ১৪ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। ৬ জন ভোটার ভোটদানকালে তাদের মূল পরিচয় পত্র দেখাতে পারেনি। তারা পরিচয় পত্রের ফটোকপি বা সেলফোনে রাখা পরিচয় পত্রের ছবি দেখিয়ে ভোট প্রদান করেন। কিন্তু তাদের ভোট গনণায় দেখানো হয়নি। মূল আইডি কার্ড দেখানো সাপেক্ষে তাদের ভোট গনণায় অন্তর্ভূক্ত করা হবে। এমতাবস্থায় নির্বাচন কমিশন আনুষ্ঠানিক ফলাফল ঘোষণায় অপারগতা প্রকাশ করে। তাহের— আরিফ প্যানেলের কর্মকর্তারা বলেছেন, গনণার বাইরে রাখা ৬টি ভোটই তাদের। এ ভোটগুলো যোগ করলে আবু তাহের নিশ্চিত বিজয়ী। ভোটাররা তাদের মূল আইডি আনবেন এবং ভোটাধিকার নিশ্চিত করবেন।

রোববার ২০ অক্টোবর ব্রুকলিন, জামাইকা, স্টাম্পফোর্ড (কানেকটিকাট) ও ফিলাডেলফিয়ার কেন্দ্রে ভোট অনষ্ঠিত হয়। এতে প্রায় ২ হাজার চট্রগ্রামবাসী ভোটাধিকার প্রয়োগ করেন। ১৯টি পদের বিপরীতে সাধারন সম্পাদক আরিফ সহ ৭টি পদে তাহের—আরিফ প্যানেল জয়লাভ করে। সিনিয়র সহসভাপতি বিল্লাল সহ ১১টি পদে জয়লাভ করেছেন মাকসুদ—মাসুদ প্যানেলের প্রার্থীরা। সভাপতি পদে মাকসুদ না তাহের নির্বাচিত হলেন তা ঝুলে রইলো।
মাকসুদ—মাসুদ প্যানেলের এগিয়ে থাকা কিংবা বিজয়ী প্রার্থীরা হলেন মুক্তাদির বিল্লাহ,আলী আকবর,আইয়ুব আনসারী,কলিম উল্লাহ,হারুন ভূইয়া,সুমন ঊদ্দীন, মোহাম্মদ ফরহাদ,শিমুল বরুয়া, আকতারুল আজিম, নুরুস সাফা, শাহ আলম ও শওকত আলী।

তাহের— আরিফ পরিষদের বিজয়ীরা হলেন আরিফুল ইসলাম, মোহাম্মদ টি আলম,নুরুল আমিন,ইমরুল কায়সার,এনামুল হক চৌধুরী,জাবের শফি ও মোহাম্মদ ঈশা।
মোট ৪টি ভোট কেন্দ্রের মধ্যে মাকসুদ—মাসুদ প্যানেল স্ট্যাম্পফোর্ডে ৫০, জামাইকায় ৩০ ও ব্রুকলিনে ২৭ ভোটের ব্যবধানে এগিয়ে আছে। তাহের—আরিফ প্যানেল ফিলাডেলফিয়া কেন্দ্রে ১২০ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছে।
নির্বাচন কমিশনের অন্যতম সদস্য মোহাম্মদ সেলিম হারুন প্রতিবেদককে বলেন, ২ ভোটে মাকসুদ এগিয়ে আছেন। ৬টি ভোটের ব্যাপারে আপত্তি এসেছে। তা গনণা করা হয়নি। আমরা ২ বা ৩ দিনের মধ্যে তা খতিয়ে দেখবো। তা দেখার পর আমরা চূড়ান্ত ফলাফল ঘোষণা করবো। ভোট এখন ভোটিং কোম্পানীর কাছে সীলগালা অবস্থায় রয়েছে।

Facebook Comments Box

Posted ৫:১৯ পূর্বাহ্ণ | সোমবার, ২১ অক্টোবর ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com