শুক্রবার ১লা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

সলটেরা: একজন নারী; যে বিবাহিত নয়

বিনোদন ডেস্ক   |   শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   7 বার পঠিত   |   পড়ুন মিনিটে

সলটেরা: একজন নারী; যে বিবাহিত নয়

নতুন একক গান নিয়ে সংগীতাঙ্গনে আবার হাজির হয়েছেন মিউজিক কুইন শাকিরা! ‘সলটেরা’ শিরোনামে আফ্রোবিটস ধারার এই পপ গানটি কিজোম্বা এবং ক্যালিপসো ছন্দের ওপর তৈরি করা হয়েছে। স্প্যানিশ ভাষায় গাওয়া ৩ মিনিট ৩৭ সেকেন্ড ব্যাপ্তির একক গানটি সম্প্রতি সনি মিউজিক লাতিনের ব্যানারে মুক্তি পেয়েছে। ‘সলটেরা’র শাব্দিক অর্থ হলো একজন নারী; যে বিবাহিত নয়। যে চিরাচরিত নিয়মের ধার ধারে না, একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আবদ্ধ থাকতে বাধ্য নয়। এটি শুধু আকর্ষণীয় সুর তোলা গানই নয়, এই গানের মধ্য দিয়ে নারীর ক্ষমতায়নের একটি শক্তিশালী বার্তা দিয়েছেন শাকিরা। তিনি এতে নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে চেয়েছেন। সেই সঙ্গে স্বাধীনতা ও নারীর ক্ষমতায়ন উদযাপন করেছেন বিশ্বসংগীতের এই পপ আইকন।

শাকিরা গানের এক জায়গায় বলেছেন, ‘আমার খারাপ আচরণ করার অধিকার আছে/ভালো সময় কাটানোর/আমি শিথিল আছি এবং এখন আমি যা খুশি তাই করতে পারি।’ কলম্বিয়ান এ গায়িকা তাঁর ১১ বছরের সঙ্গী স্পেনের সাবেক ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে মধুর সম্পর্ক ছিন্ন হওয়ার পর থেকে একাকী জীবনযাপন করছেন। এরপর থেকে তিনি একাকিত্ব বেশ উপভোগ করছেন; যা তাঁর গানেও শৈল্পিকভাবে ফুটে উঠেছে। ‘সলটেরা’ শিরোনামের মিউজিক ভিডিওটি মিয়ামির এলআইভি নাইট ক্লাবে চিত্রায়িত হয়েছে।

সম্প্রতি প্রিমিয়ার হওয়া এ ভিডিওটি শুরু হয় শাকিরার একটি ঘরে ঘুম থেকে জেগে ওঠার মধ্য দিয়ে। যেখানে তিনি মধ্যমণি। তাঁর পাশে বিছানায়, একটি আর্মচেয়ারে এবং ছড়িয়ে-ছিটিয়ে ঘুমিয়ে থাকা বন্ধুরাও আছে। তাদের পাশে পড়ে আছে আংশিকভাবে খাওয়া একটি পেপারোনি পিৎজা এবং মেঝেজুড়ে ছড়িয়ে থাকা কাপড়ের ভান্ডার। এসব তাদের আগের রাতে মজা করার একটি নমুনা। অন্য একটি দৃশ্যে ‘ওয়াকা ওয়াকা’খ্যাত পপস্টারকে সার্ফিং অনুশীলন করতে দেখা যায়। এ মিউজিক ভিডিওতে শাকিরার সঙ্গে ব্রাজিলিয়ান গায়িকা আনিতা, মেক্সিকান অভিনেত্রী ডানা পাওলা, কানাডিয়ান ফ্যাশন মডেল উইনি হারলো, মার্কিন ইউটিউবার লেলে পন্স ও ডোমিনিকান গায়িকা নাটি নাতাশা অংশ নিয়েছেন। চলতি বছরের ২২ মার্চ শাকিরা তাঁর দ্বাদশ স্টুডিও অ্যালবাম ‘লাস মুজেরেস ইয়া নো লোরান’ মুক্তির পর একক ‘সলটেরা’ প্রকাশ করেন। ধারণা করা হচ্ছে, এ গানটি তাঁর আসন্ন কোনো অ্যালবামে অন্তর্ভুক্ত করা হবে। ‘সলটেরা’ লাতিন আমেরিকার এ বছরের চার্ট পারফরম্যান্সে ১ নম্বরে অবস্থান করছে।

শাকিরার একটি অনন্য এবং স্বাতন্ত্র্যসূচক নৃত্যশৈলী রয়েছে, যাতে মধ্যপ্রাচ্যের বেলি ড্যান্সের সঙ্গে লাতিন নাচের সংমিশ্রণ রয়েছে। তিনি এটি লেবানিজ ঐতিহ্য থেকে ধারণ করেছেন। শাকিরা তাঁর অনন্য বেলি ড্যান্সিং দক্ষতার জন্য ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। বেলি ড্যান্সকে জনপ্রিয় করার ক্ষেত্রে শাকিরাকে একক কৃতিত্ব দেওয়া হয়, যা অনেক তরুণ সংগীতশিল্পীকে অনুপ্রাণিত করে। এর জন্য সংগীতবোদ্ধারা তাঁকে ট্রেলব্লেজার হিসেবে আখ্যায়িত করেছেন। শাকিরার সংগীত ভাষা ও সংস্কৃতিকে অতিক্রম করে, যা তাঁকে বিশ্বব্যাপী সংগীতানুরাগীদের হৃদয়ে স্থায়ীভাবে জায়গা করে দেয়। স্প্যানিশ বা ইংরেজি– শাকিরা যে ভাষার গানই কণ্ঠে ধারণ করুক না কেন, তাঁর অনন্য কণ্ঠস্বর, মনোমুগ্ধকর নৃত্য, চোখ ধাঁধানো স্টেজ পারফরম্যান্স এবং আবেগি গানের কথা তাঁকে ইতিহাসের অন্যতম সফল সংগীতশিল্পীদের একজন করে তুলেছে।

সম্প্রতি ২০২৪ লাতিন গ্র্যামি মনোনয়নের তালিকা ঘোষণা করা হয়েছে। এ বছর শাকিরা তিনটি মনোনয়ন পেয়েছেন। ‘লাস মুজেরেস ইয়া নো লোরান’-এর জন্য বছরের সেরা অ্যালবাম, গ্রুপো ফ্রন্টেরা সমন্বিত ‘এন্টার পেরেন্টেসিস’-এর জন্য বছরের সেরা গান এবং ‘বিজেডআরপি মিউজিকসেশনস, ভলিউম ৫৩’-এর জন্য সেরা লাতিন ইলেকট্রনিক সংগীত পারফরম্যান্স। নভেম্বরের মাঝামাঝি সময়ে মনোনয়নপ্রাপ্তদের মধ্য থেকে বিজয়ী ঘোষণা করা হবে। নতুন গান, আসন্ন মিউজিক ট্যুর এবং একাধিক গ্র্যামি মনোনয়নের মাধ্যমে গ্লোবাল সুপারস্টার শাকিরা প্রমাণ করেছেন যে তিনি এখনও সংগীতানুরাগীদের কাছে কাঙ্ক্ষিত একটি নাম। যে প্রতিনিয়ত সারাবিশ্বের ভক্তদের তাঁর প্রতি আগ্রহের মাত্রা বাড়িয়ে চলেছেন।

Facebook Comments Box

Posted ৭:১২ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com