রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

এ বছর দারুণ দারুণ সব কাজ করব: শাকিব খান

বিনোদন ডেস্ক   |   রবিবার, ০১ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   123 বার পঠিত   |   পড়ুন মিনিটে

এ বছর দারুণ দারুণ সব কাজ করব: শাকিব খান

নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। নতুন সময়, নতুন বছর মানেই আমাদের জন্য নতুন এক অভিজ্ঞতা। নতুন বছরটা সবারই যেনো ভালো কাটে, আনন্দে কাটে, প্রতিটি মানুষ যেনো নিজ নিজ অবস্থান থেকে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যান এমন প্রত্যাশার কথাই জানালেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক শাকিব খান।

এ ছাড়াও নতুন বছরটা অন্যরকম কাজ দিয়ে শুরু করতে চান তিনি। শাকিব খান বলেন, ‘এ বছর একটু অন্য রকম ভাবে বছরটা শুরু করতে চাই। কাজ নিয়ে নতুন ভাবনা রয়েছে আমার। দর্শকদের নতুন কিছু উপহার দিতে দেব এ বছর।’

করোনার পর গেল বছরটা ছিল ঢাকাই চলচ্চিত্রের জন্য ঘুরে দাঁড়ানোর বছর সেটা উঠে এলো শাকিব খানের ভাষ্যেও। নায়ক বললেন, ‘করোনার পর আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ নিয়ে ছুটেছে। গেল বছর এ অবস্থার কিছুটা উত্তরণ হয়েছে। আমাদের জন্য নতুন বছরে আশা করি আরও ভালো কিছু অপেক্ষা করছে।’

এ বছর কম কাজ করবেন শাকিব খান। তবে দারুণ দারুণ কিছু প্রজেক্ট করবেন। যে কাজগুলো করবেন সেগুলো হবে বড় বাজেটের ভালো ভালো কাজ। যে কাজগুলো দর্শকরা পছন্দ করেন। তার থেকে প্রত্যাশা করেন।

শাকিব খান বলেন, ‘সংখ্যার বিচারে এ বছর কাজ কম হলেও ভালো বাজেটের বড় কাজ করবো বেশ কয়েকটি। গত বছর অনেক কাজ নিয়েই পরিকল্পনা হয়েছে। সেগুলো এ বছর বাস্তবায়নের মুখ দেখবে। সর্বপরি এ বছরটা হবে বেস্ট বেস্ট প্রজেক্ট করার বছর।’

নতুন নতুন কাজের ঘোষণা নয় এ বছর কাজের মাধ্যমেই শাকিবভক্তরা তাদের প্রিয় নায়কের সেরার প্রমাণ পাবেন। নতুন প্রজেক্ট নিয়ে আপাতত আগ বাড়িয়ে এই নায়ক আর কিছু বলবেন না বলেই জানালেন। তবে বললেন, কাজে নেমেই সব জানাব এ বছর। ভালো কাজগুলো শেষ করে এ বছর দর্শক ও আমাকে যারা ভালাবাসেন তাদের উপহার দেব।’

শাকিব খান অভিনীত দুটি ছবি মুক্তির অপেক্ষায় আছে। একটি তপু খান পরিচালিত ‘লিডার, আমিই বাংলাদেশ’। অন্যটি ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘অন্তরাত্মা’। দুটি ছবিই সামাজিক গল্প নির্ভর। নতুন বছরে এ দুটি প্রজেক্টই মুক্তি পাবে বলেও খবর এসেছে প্রযোজনা সংস্থার বরাতে।

Facebook Comments Box

Posted ১১:৫৩ পূর্বাহ্ণ | রবিবার, ০১ জানুয়ারি ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com