রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সিনেমাটিকে শূন্য থেকে সন্তানের মতো বড় করছি: কুসুম শিকদার

বিনোদন ডেস্ক   |   শনিবার, ১২ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   30 বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিনেমাটিকে শূন্য থেকে সন্তানের মতো বড় করছি: কুসুম শিকদার

‘জনপ্রিয়তার মোহে তুমি যদি ছুটে বেড়াও তাহলে দেখবে, প্রাপ্তির খাতা শূন্য থেকে গেছে। তাই যে কাজটিই কর, যা নিজের শিল্পী সত্তাকে খুশি করবে সিনিয়র শিল্পীদের মুখে শোনা এ কথাই সব সময় মেনে চলেছি। এ কারণে খ্যাতির মোহ আমাকে কখনও ছুঁতে পারেনি। তাই যা করি, সেখানে নতুনত্ব তুলে ধরার পাশাপাশি নির্দিষ্ট একটি সময়ের চিহ্ন রেখে দেওয়ার চেষ্টা থাকে সবসময়। পরিচালনার ক্ষেত্রে সে চেষ্টাই ছিল। নিজের ভালোলাগা থেকেই পরিচালনায় নেমেছি। পরিচালনা নিয়ে এমন ভাবনার কথাই শোনালেন কুসুম শিকদার।

অভিনেত্রীর বাইরেও কুসুমের পরিচিতি রয়েছে মডেল, গায়িকা এমনকি লেখক হিসেবেও। ‘শরতের জবা’ সিনেমা দিয়ে পরিচালনায় এলেন তিনি। পরিচালনা-প্রযোজনার পাশাপাশি সিনেমার চিত্রনাট্য ও গুরুত্বপূর্ণ একটি চরিত্রেও অভিনয় করেছেন তিনি।

দুর্গাপূজা উপলক্ষ্যে সিনেমাটি আগামীকাল মুক্তি পাবে। কুসুম শিকদার বলেন, ‘অনেক যত্ন করে সিনেমাটি বানিয়েছি। চাইলেই এটি আমি তিন মাসে নির্মাণ করতে পারতাম। প্রায় এক বছর সময় নিয়ে তৈরি করেছি। আমি চাইছিলাম, আমার প্রথম সিনেমাটি দর্শক দেখুক। এ কারণে একটি উৎসবের সময় খুঁজছিলাম। এ কারণে দুর্গাপূজায় এটি মুক্তি দিচ্ছি।’

অভিনেত্রীর লেখা ‘অজাগতিক ছায়া’ গল্পগ্রন্থে ‘শরতের জবা’ নামে একটি ছোট গল্প আছে। সেই গল্প থেকেই সিনেমার নামকরণ ‘শরতের জবা’। সিনেমায় কুসুম শিকদারের বিপরীতে অভিনয় করেছেন ইয়াশ রোহান। প্রথমবার একসঙ্গে কাজ করেছেন তারা।

কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে এই অভিনেত্রী-নির্মাতা বলেন, ‘সিনেমার সবকিছুর সঙ্গে সরাসরি যুক্ত থেকে কাজটি করেছি। চিত্রনাট্য করেছি, সম্পাদনা, কালার গ্রেডিং, সাউন্ড ডিজাইন থেকে শুরু করে সব নিজের করতে হয়েছে। শুধু অভিনয় শেখা ছিল, বাকিটা শেখা ছিল না। কাজগুলো যেমন আনন্দের, আবার কষ্টেরও। সিনেমাটিকে শূন্য থেকে সন্তানের মতো বড় করছি। অনেক কিছু শিখছি। অভিনেত্রী হিসেবে এসব অভিজ্ঞতা নতুন এবং পরিচালক হিসেবে কাজটি ছিল চ্যালেঞ্জিং। তবে উপভোগও করছি।’

আপনি একজন অভিনেত্রী, পরে নির্মাণে এসেছেন। কী মনে হয়, পরিচালনা না অভিনয় কঠিন? ‘আমার মনে হয় অভিনয়ের চেয়ে নির্মাণই একটু কঠিন। পরিচালনা করতে গিয়ে এটি বুঝেছি। একজন অভিনয়শিল্পী যখন কোনো একটি কাজে অংশ নেন, তখন তিনি শুধু তাঁর অভিনয় নিয়েই ভাবেন। কিন্তু একজন নির্মাতাকে অভিনয়শিল্পীর অভিনয় থেকে শুরু করে নির্মাণের প্রতিটি ধাপ খুব যত্ন নিয়ে দেখাশোনা করতে হয়। অনেক চ্যালেঞ্জ থাকে’– বললেন কুসুম শিকদার।

অভিনয় থেকে দূরে থাকলেও কুসুম বেশ আগে ‘মরীচিকা মায়া’ শিরোনামে নতুন একটি গান গেয়েছেন। পাশাপাশি তাঁকে মডেল হিসেবেও দেখা যাবে এ গানে। গানটি যৌথভাবে লিখেছেন কুসুম শিকদার ও সন্ধি। সুর ও সংগীত সন্ধির। এটি নির্মাণ করেছেন রায়হান খান। সিনেমার ঢঙেই ধারণ হয়েছে সাড়ে ৮ মিনিটের মিউজিক্যাল ফিল্মটি। ‘শরতের জবা’ মুক্তির পরপরই গানের ভিডিওটি মুক্তি দেবেন বলে জানিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ অভিনেত্রী। সিনেমায় অভিনয়ের বাইরে ওটিটিতে কাজের আগ্রহ আছে তাঁর। ইতোমধ্যে অনেক ওটিটি প্রজেক্টের প্রস্তাব পেয়েছেন। সব কিছু মিলিয়ে যদি মনঃপূত হয়, তাহলে অভিনয় করবেন তিনি।

Facebook Comments Box

Posted ৯:৩০ পূর্বাহ্ণ | শনিবার, ১২ অক্টোবর ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com