রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দেড় বছর আগের ‘প্রহেলিকা’ পাঠিয়ে বাংলাদেশে আসছে ‘স্ত্রী ২’

বিনোদন ডেস্ক   |   বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   124 বার পঠিত   |   পড়ুন মিনিটে

দেড় বছর আগের ‘প্রহেলিকা’ পাঠিয়ে বাংলাদেশে আসছে ‘স্ত্রী ২’

গত আগস্টে ভারত জুড়ে মুক্তি পায় শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও অভিনীত সিনেমা ‘স্ত্রী ২’। মুক্তির পর বক্স অফিসেও দাপটের সঙ্গে ব্যবসার পাশাপাশি একের পর এক রেকর্ড গড়ে। এই স্ত্রী ২’ এবার মুক্তি পাচ্ছে বাংলাদেশে।

ঢাকায় সিনেমাটি আমদানি করছে প্রযোজনা প্রতিষ্ঠান ‘দি অভি কথাচিত্র’। ইতিমধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে আদমানির অনুমতিও পেয়েছেন তাঁরা।

বিপরীতে বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছে চয়নিকা চৌধুরী পরিচালিত সিনেমা ‘প্রহেলিকা’। এতে জুটি বেঁধেছেন শবনম বুবলী ও মাহফুজ আহমেদ। গত বছরের ঈদুল আজহায় দেশের সিনেমার হলে বেশ আলোচনায় ছিল এটি।

সূত্রের মাধ্যমে জানা যায়, সব ঠিক থাকলে আগামী ২৫ অক্টোবর বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পাচ্ছে স্ত্রী-২ সিনেমাটি। যেটি আনতে অভি কথাচিত্রের খরচ হচ্ছে দুই হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যা দুই লাখ ৪০ হাজার টাকা।

প্রসঙ্গত, নির্মাতা অমর কৌশিক পরিচালিত স্ত্রী-২ ছবিতে ক্যামিও চরিত্রে রয়েছেন বরুণ ধাওয়ান ও অক্ষয় কুমার। এর আগে ২০১৮ সালে মুক্তি পেয়েছিল ‘স্ত্রী’। যেখানে অভিনয় করেন শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অপারশক্তি খুরানা।

Facebook Comments Box

Posted ৩:১৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com