সোমবার ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ড. সিদ্দিকের আবেদনে হাসিনার না

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৬ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   103 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ড. সিদ্দিকের আবেদনে হাসিনার না

 

 

৹ যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ ৩ অঞ্চলে বিভক্ত
৹ ড. নুরুন্নবী’র বঙ্গবন্ধু পরিষদকে স্বীকৃতি

 

সাবেক প্রধানন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা নাকচ করে দিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ সভাপতি ড সিদ্দিকুর রহমানের আবেদন। গত ২৮ সেপ্টেম্বর তিনি যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন। টেলিফোন কনভারসেশনে তিনি দলীয় সভানেত্রীকে বলেন, দলের এই দুর্দিনে আন্দোলন সংগ্রামে অনেকের সহযোগিতা পাচ্ছি না। বরং তারা বিভেদে অংশ নিচ্ছে। শেখ হাসিনা বলেন, এই দুঃসময়ে দায়িত্ব ছাড়া ঠিক হবে না। দলের নেতাকর্মিদের কাছে ভুল বাতার্ যাবে। আপনি দায়িত্ব পালন করুন। উল্লেখ্য ড.সিদ্দিক গত ১৩ বছর ধরে সভাপতির দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে সংগঠনে বেশ কয়েকটি উপধারাও তৈরি হয়েছে। কিন্তু তারা সিদ্দিক বিরোধিতার অজুহাতে অন্তর্বর্তী সরকারের বিরোধী আন্দোলনে থাকছে অনুপস্থিত। দলের এই কোন্দলে আপসেট হয়েই তিনি শেখ হাসিনাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার অনুরোধ করেছিলেন। এ ব্যাপারে ড. সিদ্দিকুর রহমানের সাথে যোগাযোগ করলে আজকালকে বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশ আমি উপেক্ষা করতে পারি না। তার আদেশ মেনে নিয়েছি।

এদিকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশনা উল্লেখ করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,তিনটা রিজিয়নে ইউ এস আওয়ামীলীগ ভাগ করা হয়েছে। প্রত্যেক স্টেট কমিটি, শহর কমিটি ও অন্যান্য কমিটি গুলো ও থাকবে। তারাও নিজ নিজ জায়গায় যার যার মত কাজ করবে। কিন্তু সকলকে এক হয়ে কাজ করতে হবে। আর রিজিয়ন কমিটিগুলি যে কয়টা স্টেট আমি সেখানে ঠিক করে দিয়েছি সেই সকল স্টেটের কার্যক্রম এবং কমিটি সমন্বিতভাবে কাজ করবে। ইউএস আওয়ামী লীগ হস্তক্ষেপ করবেন না। বঙ্গবন্ধু পরিষদের কার্যাবলী চলমান থাকবে।” আওয়ামী লীগ সাউদার্ন রিজিওনের সভাপতি ও সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন যথাক্রমে ফজুলুর রহমান ও ডা. মোহাম্ম আলী মানিক। ওয়েস্টার্ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. রাব্বী আলম (ক্যালিফোরনিয়া) ও শফিকুল আলম বারাকাত (টেক্সাস)।

 

এদিকে বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ড. নুরুন্নবীর দৃষ্টি আর্কষন করলে বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশেই বঙ্গবন্ধু পরিষদ কাজ করে যাচ্ছে। তার পরামর্শ অনুযায়ী সম্প্রতি আমরা ৪টি প্রোগ্রাম করেছি। রোববার আরও একটি কর্মসূচি রয়েছে। আমাদের কমিটিই যে বৈধ তা শেখ হাসিনা আবার রিকনফার্ম করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কাছে বার্তা পাঠিয়ে। উল্লেখ্য ড. নুরুন্নবী’র নেতৃত্বাধীন বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক হচ্ছেন ইঞ্জিনিয়ার রানা মাহমুদ। বঙ্গবন্ধু পরিষদ অপর অংশের ব্যাপারে জানতে চাইলে ড. নবী বলেন, রাব্বী আলমদের কমিটি ঢাকা থেকেই বাতিল করেছে। যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধু পরিষদ একটাই। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতিও প্রতিবেদকের কাছে ড. নবীর বঙ্গবন্ধু পরিষদের কথাই স্বীকার করেছেন।

Facebook Comments Box

Posted ৫:৫৫ অপরাহ্ণ | রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com