বুধবার ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

অভিনেতা ড্রেক হগস্টেইন মারা গেছেন

বিনোদন ডেস্ক   |   সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   14 বার পঠিত   |   পড়ুন মিনিটে

অভিনেতা ড্রেক হগস্টেইন মারা গেছেন

মার্কিন অভিনেতা ড্রেক হগস্টেইন আর নেই। শুক্রবারেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। ড্রেক হগস্টেইন স্ত্রী, চার সন্তান এবং সাত নাতি-নাতনি রেখে গেছেন।

একটি চরিত্র দিয়েই বিশ্বব্যাপী পরিচিতি অর্জন করেন মার্কিন অভিনেতা ড্রেক হগস্টেইন। ‘ডেইজ অব আওয়ার লাইভস’ শিরোনামে জনপ্রিয় এ টিভি সিরিজে তিনি ‘জন ব্ল্যাক’ চরিত্রে অভিনয় করে দর্শকের মধ্যে ব্যাপক প্রশংসিত হন, পান ভালোবাসা। শনিবার ছিল অভিনেতার জন্মদিন। আগের দিন ৩৮ বছর ধরে ওই টেলিভিশন ধারাবাহিকে ‘ব্ল্যাক’ চরিত্রে অভিনয় করেছেন তিনি।

প্রকাশিত বিবৃতিতে লেখা হয়েছে, দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে আমাদের প্রিয় ‘ডেইজ অব আওয়ার লাইভস’ অভিনেতা ড্রেক হগস্টেইন আর নেই। তার বয়স হয়েছিল ৭০। দীর্ঘদিন ধরে তিনি অগ্ন্যাশয়ের ক্যান্সারে ভুগছিলেন। বিবৃতিতে জানানো হয়েছে, মৃত্যুর সময় অভিনেতার পাশে তার প্রিয়জনরা ছিলেন।

Facebook Comments Box

Posted ৬:৪৩ পূর্বাহ্ণ | সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com