সোমবার ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পিটার হাসের হাসি!

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   132 বার পঠিত   |   পড়ুন মিনিটে

পিটার হাসের হাসি!

মন খুলে হাসলেন মার্কিন সাবেক রাষ্ট্রদূত পিটার হাস। খুশিতে বুকে জড়িয়ে ধরলেন বাংলাদেশের অন্তর্বর্তকালীন সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে। বাংলাদেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ও অবাধ নির্বাচনের কথা বলায় বারবার শেখ হাসিনার সরকারের প্রতিহিংসার স্বীকার হয়েছিলেন। কয়েকবার হামলার শিকার হয়েছেন। মিশন শেষে যুক্তরাষ্ট্রে ফেরার আগে বলেছিলেন, এক ভিন্ন বাংলাদেশের অভিজ্ঞতা নিয়ে চলে যাচ্ছি। তার বিদায়ের ১ মাসের মধ্যে হাসিনা সরকারের বিদায় ঘটে। গত মঙ্গলবার জাতিসংঘে ড. ইউনূসের সাথে আলাপকালে তিনি ছিলেন উৎফুল্ল।হাসিভরা মুখ। এ হাসির জন্যই হয়তো তিনি অপেক্ষা করছিলেন দীর্ঘদিন।

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কের ম্যানহাটনে ‘ফ্রেন্ডস অব বাংলাদেশ’ আয়োজিত এক সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন ড. ইউনূস। সভায় উপস্থিত অনেক বিশিষ্ট প্রবাসী বাংলাদেশি এবং আমন্ত্রিত অতিথিরা ড. ইউনূসের সঙ্গে ছবি তোলার সুযোগ নিতে লাইন ধরে অপেক্ষা করছিলেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

ভিডিও ফুটেজে দেখা যায়, পিটার হাস প্রথমে ড. ইউনূসের সঙ্গে করমর্দন করেন এবং পরে তাকে আলিঙ্গন করেন। দুজনের মুখে ছিল উজ্জ্বল হাসি, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ড. ইউনূস সংবর্ধনা অনুষ্ঠানে তার বক্তব্যে স্বৈরাচারী সরকারের সময়ের দুঃসহ স্মৃতি তুলে ধরেন এবং সেই সময়ের জনগণের সাহসিকতা ও সংগ্রামের কথা উল্লেখ করেন। অনুষ্ঠানে মঞ্চে তার সঙ্গে ছিলেন সহকারী প্রেস সচিব সুস্মিতা তিথি এবং বিশেষ সহকারী মাহফুজ আলম। এছাড়াও, মঞ্চে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলোকচিত্রী এবং সমাজকর্মী শহিদুল আলম।

Facebook Comments Box

Posted ৫:১৪ অপরাহ্ণ | শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com