শুক্রবার ১লা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

১০ বছরের ছোট স্বামীর সঙ্গে বিচ্ছেদ চেয়ে আদালতে ঊর্মিলা!

বিনোদন ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   20 বার পঠিত   |   পড়ুন মিনিটে

১০ বছরের ছোট স্বামীর সঙ্গে বিচ্ছেদ চেয়ে আদালতে ঊর্মিলা!

বলিউডে সম্পর্কের ভাঙা-গড়ার খবর নতুন নয়। এবারে বিচ্ছেদের পথে হাঁটছেন অভিনেত্রী ঊর্মিলা মাতণ্ডকর। ২০১৬ সালে নিজের থেকে ১০ বছরের ছোট মহসিন আখতার মীরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন তিনি। সেই বাঁধন নাকি অনেকদিনই আলগা হয়েছিল। এবার বিচ্ছেদ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন ঊর্মিলা।

শিশুশিল্পী হিসেবে বলিউডে কেরিয়ার শুরু করেছিলেন ঊর্মিলা। তারপর নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন। ‘রঙ্গিলা’, ‘জুদাই’, ‘খুবসুরাত’, ‘জঙ্গল’, ‘এক হাসিনা থি’র মতো বহু হিট সিনেমা রয়েছে তার ঝুলিতে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সিনেমার সঙ্গে ঊর্মিলার দূরত্ব বাড়ে। শেষ ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘ব্ল্যাকমেল’ সিনেমায় অভিনেত্রীকে দেখা গিয়েছিল, তাও আবার ক্যামিও চরিত্রে।

২০১৬ সালে কাশ্মীরি ব্যবসায়ী তথা মডেল মহসিন আখতার মীরকে বিয়ে করেন ঊর্মিলা। ডিজাইনার মনীশ মালহোত্রার সূত্রে দুজনের আলাপ হয়েছিল। মহসিন ঊর্মিলার থেকে প্রায় ১০ বছরের ছোট। তা নিয়ে সেই সময় বিস্তর আলোচনা হয়েছিল। কিন্তু আলোচনা-পর্যালোচনাকে পাত্তা না দিয়ে বিয়ের সিদ্ধান্ত নেন ঊর্মিলা-মহসিন। নিজের বাড়িতে কাছের মানুষজনের উপস্থিতিতে খুবই ছিমছামভাবে বিয়ে করেন ঊর্মিলা। বি-টাউনের কাউকে সে বিয়েতে দেখা যায়নি। শুধুমাত্র ডিজাইনার মনীশ মালহোত্রা ছিলেন।

শোনা যাচ্ছে, বহুদিন ধরেই ঊর্মিলা ও মহসিন আলাদা থাকেন। তবে এবারে আট বছরের দাম্পত্য শেষ করতে চান অভিনেত্রী। একই সঙ্গে সিনেমায় কামব্যাক করতে চান তিনি। সেই কারণেই ডিভোর্স চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন।

প্রসঙ্গত, সিনেমা থেকে দূরে সরার পর রাজনীতিতে পা রেখেছিলেন ঊর্মিলা। কংগ্রেসে যোগ দিয়েছিলেন তিনি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে মুম্বই নর্থ কেন্দ্রে প্রার্থীও হয়েছিলেন। কিন্তু হেরে যান বলিউডের ‘ছম্মা ছম্মা’ গার্ল। ২০২০ সালের শেষে তিনি কংগ্রেস ছেড়ে শিব সেনায় যোগ দেন।

Facebook Comments Box

Posted ৩:৫২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com