শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আল্লু অর্জুনের ছবি থেকে কেনো বাদ পড়লেন রণবীরের নায়িকা তৃপ্তি!

বিনোদন ডেস্ক   |   বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   27 বার পঠিত   |   পড়ুন মিনিটে

আল্লু অর্জুনের ছবি থেকে কেনো বাদ পড়লেন রণবীরের নায়িকা তৃপ্তি!

বলিউডের তুমুল আলোচিত ‘অ্যানিমেল’ ছবিতে অভিনয় করে রীতিমত হৈচৈ ফেলেছিলেন অভিনেত্রী তৃপ্তি দিমরি। শুধু তাই নয়, তার হাতে আসছে একের পর এক সিনেমা। যেই তালিকায় নাম ছিল আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’।

ভারতীয় গণমাধ্যম বলছে, বহুল প্রতীক্ষিত ‘পুষ্পা ২’ সিনেমার আইটেম গানে দেখা যাবে তৃপ্তিকে। এ জন্য অডিশন দিয়েছিলেন। কিন্তু বিষয়টি তার জন্য ইতিবাচক হয়নি। তাই তো নির্মাতারা তাকে প্রত্যাখান করেছেন। তবে কোন বিশেষ কারণে নির্মাতারা তাকে প্রত্যাখান করেছেন তা জানা যায়নি।

২০২১ সালে মুক্তি প্রাপ্ত ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার আইটেম গান ‘ও আন্তাভা’তে নজর কেড়েছিলেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। যে গানটি সেই বছর সেরার শীর্ষে ছিল। ধারণা করা হচ্ছে, সামান্থার সেই লেভেলকে টেক্কা দিতে না পারায়ই তৃপ্তিকে প্রত্যাখান করেছেন নির্মাতারা। তবে নতুন করে আইটেম গানে কে চুক্তিবদ্ধ হবেন সে বিষয়ে এখনই কিছু জানা যায়নি।

এদিকে গেল ১৫ আগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল ‘পুষ্পা ২’র। সেটাই চূড়ান্ত ছিলো। দর্শকও প্রস্তুত হচ্ছিলেন সেভাবেই। কিন্তু শেষমেশ পিছিয়ে যায় ছবিটির মুক্তি। ‘পুষ্পা ২: দ্য রুল’ মুক্তির নতুন তারিখ ঘোষণা করা হয় ৬ ডিসেম্বর।

সুকুমার পরিচালিত ‘পুষ্পা’ সিনেমার প্রথম পার্ট ব্যবসায়ীকভাবে সফল হয়েছিল। বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছিল ৩৫০ কোটি রুপি। শুধু হিন্দি ভার্সনে সিনেমাটি আয় করেছিল ১০০ কোটি রুপি। ফলে চলচ্চিত্র বিশ্লেষকরা মনে করছেন, ‘পুষ্পা টু’ ও এর প্রথম কিস্তির মত বক্স অফিসে দারুণ সাড়া ফেলবে।

‘পুষ্পা টু’ সিনেমায় জুটি বেঁধে পর্দায় হাজির হবেন আল্লু অর্জুন-রাশমিকা মান্দানা। প্রথমটির চেয়ে দ্বিতীয় সিনেমাটি আরো বেশি চমকপ্রদ হবে বলে আশ্বাস দিয়েছেন নির্মাতারা। সেই সঙ্গে ছবিটির বাজেটও থাকছে প্রথম কিস্তির তুলনায় দ্বিগুণ।

Facebook Comments Box

Posted ৩:৪০ পূর্বাহ্ণ | বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com