
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 94 বার পঠিত | পড়ুন মিনিটে
দর্শক খড়ায় অনুষ্ঠিত হলো আনন্দ সন্ধ্যা। শনিবার ২১ সেপ্টেম্বও আনন্দবার্তার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কুইন্সের কুইন্স প্যালেসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আয়োজন ছিল জাকজমকপূর্ন। কিন্তু শ্রোতা ও দর্শক সারিগুলোতে ছিল হাহাকার। পিক আওয়ারে প্রায় ৪০ জন দর্শক উপস্থিত ছিলেন। তার ৩০ জনই ছিলেন বক্তা ও পারফরমার। কমিউনিটির সাধারন মানুষের অংশগ্রহন ছিল না।
অনুষ্ঠানটি সফর করতে আয়োজকদের আন্তরিকতা কম ছিল না। বেশ কয়েকদিন সোশাল মিডিয়ায় প্রচারনা ও পোষ্টার লাগিয়ে সাধারন মানুষকে আকৃষ্ট করার প্রয়াস ছিল উল্লেখ করার মতো। আয়োজকদের একজন জানান, কমিউনিটিতে একইদিন অনেক অনুষ্ঠান থাকায় দর্শক কম হয়েছে। চট্রগ্রামের মেজবান অনুষ্ঠানের কারনে এটা হতে পারে। কমিউনিটির অনেক মানুষ সেখানে গিয়েছেন।
আনন্দ সন্ধ্যায় প্রধান অতিথি ছিলেন প্রবাসের পরিচিত মুখ ও কমিউনিটি একটিভিস্ট কুইন্স ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নি মঈন চৌধুরী। বক্তব্য রাখেন সিটি মেয়রের উপদেষ্টা ফাহাদ সোলায়মান, নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের সাবেক সভাপতি আহসান হাবিব, ডা. বর্ণলিী হাসান, সারা হোম কেয়ারের শাহজাদি সারা, লায়ন প্রেসিডেন্ট রকি আলিয়ান, মিয়া মোহাম্মদ দুলাল, আমিনুল ইসলাম চৌধুরী, জাহাঙ্গীর আলম জয়, লায়ন হাসান জিলানী,রিয়েলটর সারওয়ার খান বাবু, তরিকুল ইসলাম মিঠু,এম এন হায়দার মুকুট সহ অনেকে। অনুষ্ঠোন প্রবাসের অনেক শিল্পী উপস্তিত ছিলেন। অনেকে জোক করে বলছিলেন, শ্রোতার চেয়ে শিল্পীর সংখ্যাই বেশি।
Posted ২:৪৪ অপরাহ্ণ | রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
nykagoj.com | Monwarul Islam