শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পোশাক নিয়ে সানার প্রশ্নে দ্বিধাদ্বন্দ্বে নেটিজেনরা

বিনোদন ডেস্ক   |   রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   42 বার পঠিত   |   পড়ুন মিনিটে

পোশাক নিয়ে সানার প্রশ্নে দ্বিধাদ্বন্দ্বে নেটিজেনরা

কেরিয়ারের রেখচিত্র যখন ঊর্ধ্বমুখী, নাম-যশ-খ্যাতির চাকচিক্য ছেড়ে ইসলাম ধর্মে পথে হেঁটেছিলেন সানা খান। ২০২০ সালে ইতি টেনে ধর্মে মন দেন তিনি। সানার হঠাৎ অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত সকলকে অবাক করেছিল। এবার মেয়েদের পোশাক-পরিচ্ছদ নিয়ে সানা খানের ছুড়ে দেওয়া প্রশ্ন সঠিক না বেঠিক– তা নিয়ে রীতিমতো দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন নেটিজেনরা।

সাবেক এই বলিউড অভিনেত্রী বিবাহিত পুরুষদের উদ্দেশে ছুড়ে দেওয়া প্রশ্নে বলেছেন, ‘প্রত্যেক পুরুষই চায়, তার স্ত্রী এমন পোশাক পরুক, যাতে শালীনতা বজায় থাকে। কিন্তু যখন দেখি পুরুষরা তাদের স্ত্রীদের ছোট পোশাক পরতে দেয়, তখন আমি অবাক হই। বুঝতে পারি না সমস্যাটা কোথায়! অন্য পুরুষরা যখন আপনার স্ত্রীকে হট বলেন– সেটা কি আপনার ভালো লাগে?’

সানার এমন প্রশ্নের উত্তর দিতে গিয়ে এখন দ্বিধাবিভক্ত বলিউড ও নেট দুনিয়ার বাসিন্দরা। তাদের কেউ বলছেন, সানা তাঁর বক্তব্যের মধ্য দিয়ে নারী স্বাধীনতাকে যেমন খর্ব করেছেন, তেমনি শুনিয়েছেন পুরুষশাষিত সমাজের জয়গান। একসময় যে অভিনেত্রী বোল্ড লুকে পর্দায় নিজেকে তুলে ধরেছেন, তাঁর মুখে এমন কথা মানায় না।

নেটিজেনদের আরেক পক্ষের কথায়, পোশাক নারীদের শালীন রাখে এবং সৌন্দর্য তুলে ধরে। আধুনিকতার নামে যারা ছোট পোশাক পরেন, তারা মূলত নিজেদের আবেদনময়ীরূপে তুলে ধরতে চান; যা কিছু মানুষকে বিব্রত করে, আবার কিছু মানুষের কামনাকে উসকে দেয়। তাই সানার প্রশ্ন পুরোপুরি যৌক্তিক।

Facebook Comments Box

Posted ৩:২০ পূর্বাহ্ণ | রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com