সোমবার ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সৌহার্দ্য ও ভাতৃত্বের নজির!

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   139 বার পঠিত   |   পড়ুন মিনিটে

সৌহার্দ্য ও ভাতৃত্বের নজির!

শনিবার ১৪ সেপ্টেম্বর। জেবিবিএ’র পথমেলা জ্যাকসন হাইটসে। শাহ নেওয়াজ ও এটর্নি মঈন চৌধুরীর নেতৃত্বে মেলা শেষে কর্মকর্তারা মুনলাইট রেষ্টুরেন্টে ডিনারের জন্য উপস্থিত হন। এ সময় সেখানে চলছিল বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রতিদ্বন্দ্বি রুহুল—জাহিদ প্যানেলের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা। অবশ্য সভাটি ছিল শেষ পর্যায়ে। শাহ নেওয়াজ তার সঙ্গিদের নিয়ে ভিন্ন একটি টেবিলে আসন গ্রহন করেন। তার সাথে ছিলেন মঈন চ্যেধুরী, রানো নেওয়াজ, রিজিয়া পরভীন, শাহ মাহবুব ,আলমগীর খান আলম, আব্দুর রশীদ বাবু,  অনিক রাজ ও সোনিয়া সহ অনেকেই।

মোহাম্মদ রব মিয়া, রুহুল আমিন সিদ্দিকী ও জাহিদ মিন্টু মতবিনিময় সভা শেষ করেই শাহ নেওয়াজের কাছে চলে আসেন। উল্লেখ্য শাহ নেওয়াজ সোসাইটির নির্বাচনে প্রতিদ্বন্দ্বি আরেকটি প্যানেল সেলিম— আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান। সাপ্তাহিক আজকালের সম্পাদক ও গোল্ডেন এজ হোমকেয়ারের প্রেসিডেন্ট। তারা মোলাকাত ও কুশল বিনিময় করেন শাহ নেওয়াজের সাথে। শাহ নেওয়াজ বলেন, সবচেয়ে বড় বিষয় হলো আমরা সবাই ভাই। প্রবাসী বাংলাদেশি। কমিউনিটির কল্যানে সবাই আমরা কাজ করছি। আপনাদের দেখে ভালো লাগলো। ভালো থাকবেন। রুহুল ও জাহিদ দু’জনই শাহ নেওয়াজ সহ সকলের কাছে দোয়া চান। তারা ছবি তোলার জন্য একসাথে পোজও দেন। এ দৃশ্য দেখে সবাই প্রসংশা করেন। অনেকে বলেন, সৌহার্দ্য ও ভাতৃত্বের বন্ধনেই আমরা আবদ্ধ।

Facebook Comments Box

Posted ৪:১৩ অপরাহ্ণ | রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com