সোমবার ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ড. ইউনূসকে সংবর্ধনা দিতে আগ্রহী বাংলাদেশ সোসাইটি

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   124 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ড. ইউনূসকে সংবর্ধনা দিতে আগ্রহী বাংলাদেশ সোসাইটি

জাতিসংঘ সাধারন অধিবেশনে যোগদানকালে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূসকে নাগরিক সংবর্ধনা দিতে আগ্রহী বাংলাদেশ সোসাইটি। প্রয়োজনে তারা জাতিসংঘস্থ পারমানেন্ট মিশন ও কনস্যুলেটের সাথে যৌথ অনুষ্ঠানেও তাদের আপত্তি নেই। বাংলাদেশি কমিউনিটির মাদার সংগঠন হিসেবে তারা এ উদ্যোগ নিচ্ছেন বলে জানিয়েছেন। গত শনিবার ৭ আগষ্ট বাংলাদেশ সোসাইটির কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া ও সাধারন সম্পাদক রুহুল আমিন এ কথা বলেন।

সোসাইটির সভাপতি রব মিয়া বলেন, অনুষ্ঠান করার আগ্রহ নিয়ে আমরা কনসাল জেনারেল নাজমুল হুদার সাথে সাক্ষাৎ করেছি। তিনি জানিয়েছেন, বিষয়টি নিয়ে ঢাকার সাথে কথা বলবেন। বাংলাদেশ সোসাইটি এই উদ্যেগের ব্যাপারে প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রনালয়, বাংলাদেশ দূতাবাস. স্থায়ী মিশন ও কনস্যুলেটে চিঠি প্রদান করেছে।

সভাপতি রব মিয়া বলেন, অন্তর্বর্তকালীন সরকার কোন দলের নয়। বাংলাদেশ সোসাইটি দল নিরপেক্ষ একটি প্রতিষ্টঅন। আমরা মনে করি, বাংলাদেশ সোসাইটিরই উচিৎ ড. ইউনূসকে সংবর্ধনার আয়োজন করা। এই অনুষ্ঠান আয়োজনের অর্থনৈতিক ও জনবল বিবেচনায় সোসাইটির সার্মথ্য রয়েছে। সার্বজনীন একটি অনুষ্ঠান সোসাইটির ব্যানারেই উত্তম।

প্রধান উপদেষ্টার অফিস ইতিবাচক সাড়া না দিলে কি করবেন জানতে চাইলে সাধারন সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী বলেন, বাংলাদেেীশদের পক্ষ থেকে তার সাথে দেখা করে কিছু দাবি দাওয়ার কথা জানাবো। এরমধ্যে রয়েছে ঢাকা—নিউইয়র্ক রুটে বিমান চালু, ঢাকায় বিমান বন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ, ন্যাশনাল আইডি কার্ড, যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেটের মাধ্যমে পাসপোর্ট ইস্যুর ব্যবস্থা করা।

মতবিনিময় সভায় সোসাইটির কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার, বর্তমান কমিটির সহ সাধারন সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী, কোষাধ্যক্ষ নওশেদ হোসেন , প্রচার প্রকাশনা সম্পাদক রিজু মোহাম্মদ, কমিউনিটি একটিভিস্ট রোমানা আহমেদ ও শাহনাজ হোসেইন।

Facebook Comments Box

Posted ১:৪৭ অপরাহ্ণ | রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com