শনিবার ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সেন্সর বোর্ডে আটকে থাকা ‘অমীমাংসিত’র মুক্তি মিলবে কি?

বিনোদন ডেস্ক   |   মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   52 বার পঠিত   |   পড়ুন মিনিটে

সেন্সর বোর্ডে আটকে থাকা ‘অমীমাংসিত’র মুক্তি মিলবে কি?

বিগত সরকারের আমলে আটকে দেওয়া হয়েছে অনেক সিনেমা। বাদ যায়নি ওয়েব সিরিজও। সেন্সর বোর্ডে আটকে থাকা সিনেমা নিয়ে নির্মাতারা প্রতিবাদ করলেও কোনো সুরাহা হয়নি বিগত সরকারের আমলে। তবে ৫ আগস্ট সরকার পতনের পর বদলে গেছে প্রেক্ষাপট। শুধু অমীমাংসিত নয়, আরও যেসব চলচ্চিত্র সেন্সর বোর্ডে আটকে আছে– সবগুলোরই মুক্তি চাইছেন সিনেমা সংশ্লিষ্টরা। এমনকি সেন্সর প্রথারই বিলুপ্ত করার জোর দাবি জানাতে জোটবদ্ধ হয়েছেন অন্য নির্মাতারাও।

অন্যদিকে, দীর্ঘদিন আটকে থাকা সিনেমা নিয়ে সুখবর দিলেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। রোববার (১৮ আগস্ট) সকালে সচিবালয় তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে বৈঠক করেন তথ্য উপদেষ্টা। সেখানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। সেন্সর বোর্ড প্রসঙ্গেও কথা বলেছেন তিনি।

সেন্সর নিয়ে নতুন সিদ্ধান্তে আসার কথা জানান উপদেষ্টা। এতে আশার আলো দেখছেন অনেক নির্মাতারা। এ তালিকায় আছেন নির্মাতা রায়হান রাফী। ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের জন্য নির্মিত রায়হান রাফীর ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’ প্রদর্শনের উপযোগী নয় বলে জানিয়েছিল চলচ্চিত্র সেন্সর বোর্ড। সম্প্রতি সেন্সর বোর্ড থেকে মুক্তির অনুমতি না পাওয়া সিনেমার মধ্যে অন্যতম হচ্ছে ‘অমীমাংসিত’। চলতি বছরের এপ্রিলে ওয়েব ফিল্মটি আটকে দেওয়া হয়। সেন্সর বোর্ড নিয়ে অন্তর্বর্তী সরকারের নতুন ভাবনায় ফের ‘অমীমাংসিত’ নিয়ে ভাবছেন রাফী।

গত রোববার রাফী তাঁর ফেসবুক থেকে ‘অমীমাংসিত’র প্রচারণামূলক একটি ভিডিও পোস্ট করেন। ‘রায়হান রাফী লিখেছেন, জনগণকে আর বোকা ভাবা যাবে না! অমীমাংসিত আসছে…আসতেই হবে…’। এ থেকেই রাফী ভক্তরা ওয়েব ফিল্ম মুক্তি নিয়ে আলোচনা শুরু করেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

‘অমীমাংসিত’ মুক্তি দেওয়া প্রসঙ্গে জানতে চাওয়া হলে রাফী বলেন, শিগগির ‘অমীমাংসিত’ আবার সেন্সরে দেব। আমরা সবাই চাই, দ্রুত ‘অমীমাংসিত’ রিলিজ হোক। যেহেতু আইনগতভাবে আটকে রাখা হয়েছে, আমরা আইনগতভাবে সমাধান করব। আশা করছি, দ্রুত সবকিছু সমাধান হবে। যদিও ওটিটিতে সেন্সরের নিয়ম নেই। তবুও আমাদের সেন্সর করতে বলা হয়েছিল। আমরা সেন্সর করেও ফেলেছিলাম। পরে হঠাৎ তথ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল, আমরা ‘অমীমাংসিত’ দর্শকদের দেখাতে পারব না। আমরা পুনরায় তথ্য মন্ত্রণালয় থেকে আবেদন করতে যাচ্ছি। আমরা তথ্য মন্ত্রণালয়ের কাছে চাইব, ‘অমীমাংসিত’ যেন ছেড়ে দেওয়া হয়।

গুঞ্জন রয়েছে, সাংবাদিক দম্পতি সাগর-রুনির খুনের ঘটনা অবলম্বনে ‘অমীমাংসিত’ নির্মিত হয়েছে। ‘অমীমাংসিত’ ওয়েব ফিল্মে মুখ্য দুই চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও তানজিকা আমিন।

Facebook Comments Box

Posted ৩:৩৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com