
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৪ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 264 বার পঠিত | পড়ুন মিনিটে
ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ের মিনিস্টার হিসেবে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করছিলেন শাবান মাহমুদ। তার সেই চুক্তিটি বাতিল করে মঙ্গলবার ১৩ আগষ্ট একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, শাবান মাহমুদের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৮ অনুযায়ী বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি, ভারত মিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।
এর আগে, ২০২০ সালের ১৬ নভেম্বর শাবান মাহমুদকে বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল শেখ হাসিনার সরকার। এরপর ২০২২ সালের ২ নভেম্বর আরও দুই বছরের জন্য তার নিয়োগ বর্ধিত করা হয়েছিল।
শাবান বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ডিইউজে’র সাধারন সম্পাদক ছিলেন। বাংলাদেশ প্রতিদিন, বাংলাবাজার পত্রিকা, আমাদের সময় ও লালসবুজ সহ বিভিন্ন বিভিন্ন মিডিয়ায় কাজ করেছেন। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্নেহধন্য ছিলেন তিনি। গোপালগঞ্জের বাসিন্দা শাবান গত দেড় দশকে প্রচুর অর্থবৈভবের মালিক হয়েছেন। কয়েকশত কোটি টাকার মালিক তিনি।
একটি দায়িত্বশীল সূত্র প্রতিবেদককে জানায়, যুক্তরাষ্ট্রে বসবাসের আগ্রহ রয়েছে শাবানের।তার ১০ বছরের ভিসা রয়েছে। যেকোন মুহুর্তে তিনি উড়াল দিতে পারেন। তবে এর আগে তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল হলে যুক্তরাষ্ট্রে আসা বাধাগ্রস্থ হতে পারে। ভারতে বসে বাংলাদেশি পাসপোর্ট সংগ্রহ ও আমেরিকার ভিসাপ্রাপ্তি তার জন্য কঠিন হয়ে যেতে পারে।
Posted ১:৫৮ পূর্বাহ্ণ | বুধবার, ১৪ আগস্ট ২০২৪
nykagoj.com | Monwarul Islam