শুক্রবার ১লা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

হাসপাতালেও মেয়েরা নিরাপদ নয়, যাব কোথায়: স্বস্তিকা

বিনোদন ডেস্ক   |   সোমবার, ১২ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   67 বার পঠিত   |   পড়ুন মিনিটে

হাসপাতালেও মেয়েরা নিরাপদ নয়, যাব কোথায়: স্বস্তিকা

কলকাতার আরজি কর হাসপাতালে কর্তব্যরত নারী চিকিৎসকের রহস্যজনক মৃত্যু হয়েছে! সেমিনার হল থেকে অর্ধ-নগ্ন অবস্থায় উদ্ধার করা হয় চিকিৎসকের মরদেহ। এই ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে পথে নেমে বিক্ষোভ করছেন চিকিৎসকরা। কলকাতা ছাড়িয়ে প্রতিবাদের আঁচ লেগেছে রাজ্যের জেলাগুলোতেও। অনেকেই আবার প্রশ্ন তুলেছেন, সরকারি হাসপাতালে যদি একটা নারী চিকিৎসকের নিরাপত্তা না থাকে, তাহলে পথেঘাটে মেয়েরা কতটা নিরাপদ? সেই সুরেই সুর মেলালেন টালিউড আভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।

শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, ‘নিন্দা করার মত ভাষা নেই। এই দোষীদের অন্তত সাজা হোক। এইবার আর মেয়েটার দোষ, সে ভুলভাবে ভুল সময়ে ভুল জায়গায় ছিল, বলে তার দিকে আঙুল তুলব না। একটা হাসপাতালেও মেয়েরা নিরাপদ নয়? যাব কোথায়?’

সম্প্রতি মুক্তি পেয়েছে স্বস্তিকা অভিনীত বিজয়া। যে সিরিজ যাদবপুরের ছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনার অবলম্বনে তৈরি। একটা মায়ের কোল যেভাবে খালি হয়ে গেল, সেই প্রশ্ন তুলেই বুকে যন্ত্রণা চেপে সোশাল মিডিয়ায় অনেকেই প্রতিবাদে নেমেছেন। স্বস্তিকাকে ওই সিরিজে মায়ের ভূমিকাতেই দেখা গিয়েছিল। হাজার হলেও তিনিও মা। তাই আর জি কর হাসপাতালের তরুণী চিকিৎসকের মৃত্যুর প্রতিবাদে তিনিও শামিল হয়েছেন।

অনেকেই দাবি করেছেন, আরজি কর হাসপাতালে পড়ুয়া তরুণী চিকিৎসকের মৃত্যু যেন যাদবপুরের ছাত্রের রহস্যজনক মৃত্যুর কথা মনে করিয়ে দিয়েছে। তবে এক্ষেত্রে ‘র‌্যাগিং’-এর বিষয়টি মানতে নারাজ সংশ্লিষ্ট হাসপাতালের অনেকেই। খোদ কিঞ্জল নন্দ, যিনি কিনা আর জি কর হাসপাতালের চিকিৎসক।

তিনি জানিয়েছেন, সেখানে র‌্যাগিং হয় না। কিন্তু এভাবে তরুণী চিকিৎসকের মৃত্যুটা মেনে নেওয়া যায় না। যার জেরে কিঞ্জল খোদ শুক্রবার সন্ধেয় প্রতিবাদী মোমবাতি মিছিলের আয়োজন করেছিলেন।

স্বস্তিকার পাশাপাশি সংশ্লিষ্ট ঘটনায় প্রতিবাদে সোচ্চার হয়েছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, শ্রীলেখা মিত্র, অনুপম রায়সহ অনেকেই।

Facebook Comments Box

Posted ৩:৩৩ পূর্বাহ্ণ | সোমবার, ১২ আগস্ট ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com