
প্রবাস ডেস্ক | মঙ্গলবার, ০৬ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 68 বার পঠিত | পড়ুন মিনিটে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থী ও জনতার দাবির মুখে আজ (সোমবার) প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা। এর পর পরই ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে রাস্তায় নেমে এসে আনন্দ উদযাপন শুরু করে লাখো মানুষ।
এদিকে এই সংবাদ পাওয়ার পর পরই দেশের মানুষের মতোই রাজপথে নেমে উল্লাস করেছেন অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের একাংশ। স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ৭টা নাগাদ দেশটির নিউ সাউথ ওয়েলস রাজ্যের পশ্চিম সিডনির উপশহর লাকেম্বায় এই ঘটনা ঘটে। এ সময় শিক্ষার্থীসহ সহস্রাধিক প্রবাসী বাংলাদেশী লাকেম্বার রেলওয়ে ব্রিগেড সড়কে অবস্থান নিয় উল্লাস করেন। সেখানে জাতীয় পতাকা ও মাথায় লাল-সবুজ স্কার্ফ বেধে উপস্থিত প্রবাসীরা বাংলাদেশ ও আন্দোলনকারী তরুণ প্রজন্মকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
সেখানে উপস্থিত কয়েকজন প্রবাসী বাংলাদেশি জানান, বিদেশে থাকলেও তারা সব সময় দেশের সাম্প্ররিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ছিলেন। তারা চেয়েছিলেন সরকার সবার সঙ্গে সমন্বয় করে সমস্যা সমাধান করবে। তবে তা হয়নি। শেষ পর্যন্ত দেশের মানুষের এক দফা দাবি পূরণ হয়েছে। প্রাণহানি ও সংঘাত বন্ধ হোক এটা তাদের সবার প্রত্যাশা। তারা চান এবার একটা সুন্দর বাংলাদেশ গড়ে উঠুক নতুনদের হাত ধরে
নিউ সাউথ ওয়েলসের লা ট্রব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিয়াজ আলফি সায়ের বলেন, সরকার রাষ্ট্রের অভিভাবক। ছাত্র-জনতা তার কাছে দাবি থাকবেই। অধিকার আদায়ে রাজপথে আন্দোলনের অধিকারও তাদের আছে। সেখানে এত প্রাণহানি, হামলা, নির্যাতন, হয়রানি হওয়ার কথা না। সাধারণ মানুষের বুকে পুলিশ ও ক্ষমতার পদদপুষ্টরা প্রকাশ্যে গুলি চালাবে অথচ বিচার নিয়ে প্রহসন হবে, তা মেনে নেওয়া যায় না। আমরা প্রতিটি হত্যাকাণ্ডের বিচার চাই। সেই সঙ্গে সিন্ডিকেট, দুর্নীতিবাজ ও অর্থপাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে দেশকে স্থিতিশীল করার দাবি জানাই। রাষ্ট্রব্যবস্থাকে সংস্কার করে জনবান্ধব করা হোক। তরুণদের সংগ্রামী অর্জ্জন যেন বেহাত না হয়।
দেশে চলমান ছাত্র-জনতার এক দফা দাবি আদায়ের আন্দোলনে সোমবারের কর্মসূচি ছিল মার্চ টু ঢাকা। আন্দোলনের নেতৃত্বে থাকা শিক্ষার্থীদের ডাকে সাড়া দিয়ে লক্ষাধিক মানুষ এদিন রাজধানীতে প্রবেশ করে। এ দিন বেলা আড়াইটা৷ নাগাদ প্রধানমন্ত্রীর পদ থেকে ‘পদত্যাগ’ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। বিকা পৌনে চারটা নাগাদ জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে এ তথ্য জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
Posted ৪:১২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৬ আগস্ট ২০২৪
nykagoj.com | Stuff Reporter