রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পুকুরের মাছ আর ক্ষেতের সবজি দিয়ে শুভশ্রীর বড়দিন উদযাপন

বিনোদন ডেস্ক   |   সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   114 বার পঠিত   |   পড়ুন মিনিটে

পুকুরের মাছ আর ক্ষেতের সবজি দিয়ে শুভশ্রীর বড়দিন উদযাপন

বড়দিনে সবাই যখন পার্ক স্ট্রিটের রাস্তায়, গির্জায় বা শহরের কোনো দামি রেস্তরাঁয় পেট ভরতে ব্যস্ত, তখনই টলিপাড়ার নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বাড়ির চিত্রটা একদমই উল্টো। স্বামী পরিচালক রাজ চক্রবর্তীকে নিয়ে এই বছরের বড়দিন একটু অন্য ভাবে কাটাবেন বলেই স্থির করে নিয়েছিলেন।

যেমন ভাবা, তেমন কাজ। তাই তো বড়দিনে কংক্রিটের জঙ্গল থেকে বেরিয়ে চলে গেলেন নিজেদের গ্রামের বাড়িতে। যেখানে আছে পুকুর ভর্তি মাছ, ক্ষেতের সবজি, নানা ধরনের পাখির ডাক। সব মিলিয়ে অন্য রকম পরিবেশ। ছেলে ইউভানকে এমনই এক অন্য রকম বড়দিন উপহার দিলেন শুভশ্রী। ফ্রেমবন্দি করলেন প্রতিটা মুহূর্তকে।

ক্ষেত থেকে বিট, ধনেপাতা, বেগুন— এমন নানা ধরনের সব্জির চাষ হয়েছে রাজ-শুভশ্রীর গ্রামের বাড়িতে। পুকুর থেকে বালতি ভর্তি মাছ নিয়ে যেতে দেখা গেছে ছোট্ট ইউভানকে। এই ভাবেই বড়দিনে ছোট ছোট মুহূর্তগুলোকে এক সুতোয় বেঁধে দর্শকের সঙ্গে ভাগ করে নিলেন তিনি।

তাই বলা যেতে পারে, বাকিদের তুলনায় রাজ-শুভশ্রী বড়দিনটা একটু অন্য ভাবে কাটালেন। আপাতত ছুটির মেজাজে আছেন তারা। তবে নতুন বছরে শুভশ্রী শুরু করবেন নতুন কাজ।

Facebook Comments Box

Posted ১:০১ অপরাহ্ণ | সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com