রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচল টলিউড

বিনোদন ডেস্ক   |   সোমবার, ২৯ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   50 বার পঠিত   |   পড়ুন মিনিটে

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচল টলিউড

বাংলাদেশে এসে গোপনে একটি ওয়েব সিরিজের শুটিং করায় নির্মাতা রাহুল মুখোপাধ্যায়কে তিন মাসের নিষেধাজ্ঞা দিয়েছে কলকাতার ‘ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অব ইস্টার্ন ইন্ডিয়া’। এ নিয়ে কয়েকদিন ধরেই উত্তপ্ত টলিউড। দফায় দফায় আলোচনায় বসেও সমাধানে পৌঁছাতে পারেননি সংশ্লিষ্টরা। এবার পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী আজ (২৯ জুলাই) থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছেন পরিচালকেরা।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, রোববার (২৮ জুলাই) এক বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমে এ তথ্য জানিয়েছে ডিরেক্টরস গিল্ড। যেখানে লেখা, ‌‘অধিকাংশ পরিচালক সদস্যের আবেগ ও মতামতকে গুরুত্ব এবং মান্যতা দিয়ে সংগঠনের কার্যকরী সমিতি আগামীকাল ২৯ জুলাই থেকে যতদিন পর্যন্ত না পরিচালকদের সমস্যার সমাধান হচ্ছে ততদিন পর্যন্ত বাংলা ভাষার সমস্ত শুটিং ফ্লোরে সদস্যদের অনুপস্থিত থাকতে অনুরোধ করছে। বাংলা ভাষা ছাড়া অন্য ভাষার ক্ষেত্রে এই অনুরোধ প্রযোজ্য নয়।’

এর আগে রোববার সকাল থেকেই ডিরেক্টরস গিল্ডের সদস্যরা এই বিষয়ে আলোচনায় বসেছিলেন। তাঁদের বার্তালাপ অনুযায়ী, ‌‘শনিবার, ২৭ জুলাই রাহুল মুখোপাধ্যায়ের পরিচালনায় একটি বাংলা ছবির শুটিং টেকনিশিয়ান স্টুডিওতে ছিল। ফেডারেশনের আওতাভুক্ত কলাকুশলীরা সেই শুটিংয়ে উপস্থিত হননি। ফলে শুটিং করাই যায়নি। এবং সেখানে উপস্থিত পরিচালক, অভিনয়শিল্পী সকলে অপমানিত হন।’

জানা গেছে, টলিউডের অগ্রজ পরিচালকদের সঙ্গে আলোচনা করে স্থির হয়—কলাকুশলীরা রাহুলকে নির্দিষ্ট ছবির পরিচালক হিসেবে মেনে না নিলে, তাঁর সঙ্গে শুটিং করতে রাজি না হলে পরিচালকেরা ২৯ জুলাই অর্থাৎ সোমবার থেকে অসহযোগিতায় যেতে বাধ্য হচ্ছেন। মীমাংসা না হওয়া পর্যন্ত এই অবস্থান থেকে তাঁরা নড়বেন না।

এ বিষয়ে ডিরেক্টরস গিল্ডের বিজ্ঞপ্তিতে যুক্তি দেখানো হয়, ‘আমরা মনে করি, ফেডারেশন একটা ইন্ডাস্ট্রির একচ্ছত্র নিয়ামক সংস্থা হতে পারে না। ভুলভ্রান্তি, সমস্যা যাই হয়ে থাক, তার সমাধান না করে কাউকে জোর করে কর্মবিরতি নিতে বাধ্য করা অসাংবিধানিক। বিশেষত, ভুল বোঝাবুঝি থেকে আমাদের ডিরেক্টর্স গিল্ড রাহুল মুখোপাধ্যায়ের ওপর আরোপিত কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়ার পরেও যেভাবে বাকি গিল্ডের কলাকুশলীরা অসহযোগিতার পথে হেঁটেছেন তা শুধু রাহুলের জন্য নয়, আমাদের প্রত্যেক পরিচালকের জন্য অপমানজনক এবং ক্ষতিকারক। আমাদের এই সিদ্ধান্তের ফলস্বরূপ আগামীতে যদি মাধ্যম নির্বিশেষে কোনো পরিচালক কোনো রকম সমস্যার মুখে পড়েন, তার পাশে সমস্ত পরিচালকরা দাঁড়াবেন, সেই অঙ্গীকারও আমরা করছি।’

ইতিমধ্যে এই ডিরেক্টরস গিল্ডের বিজ্ঞপ্তির প্রেক্ষিতে পরিচালকদের সই সংগ্রহ করা হয়েছে। এতে সম্মতি জানিয়ে সই করেছেন রাজ চক্রবর্তী, কৌশিক গঙ্গোপাধ্যায়, অনীক দত্ত, অতনু ঘোষ, দেবালয় ভট্টচার্য, পরমব্রত চট্টোপাধ্যায় প্রমুখ।

Facebook Comments Box

Posted ৭:১১ পূর্বাহ্ণ | সোমবার, ২৯ জুলাই ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com