রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ

প্রবাস ডেস্ক   |   শুক্রবার, ২৬ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   119 বার পঠিত   |   পড়ুন মিনিটে

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ

দেশজুড়ে জামায়াত-বিএনপির আগুন সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে ওয়াশিংটন ডিসিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। বুধবার (২৪ জুলাই) বিকেলে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ।

সমাবেশে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদুল হাসান। অন্যদের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। সভা পরিচালনা করেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী।

সমাবেশে বক্তারা জামায়াত-বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা এবং জামায়াতকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানান। অন্যদিকে কোটা আন্দোলনের নামে জামায়াত-বিএনপি বাংলাদেশে তাণ্ডব ও দেশজুড়ে নৈরাজ্য আগুন সন্ত্রাস করেছে তার প্রমাণসহ স্টেট ডিপার্টমেন্টে বাংলাদেশ ডেস্কের অফিসার সিয়েরা দেহম্যান্ডর কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।

এসময় সেখানে নেতাদের মধ্যে আরও ছিলেন এম ফজলুর রহমান, কার্যকরী সদস্য হিন্দাল কাদির বাপ্পা, যুবলীগের সাবেক নেতা এএসইএম আলি খবির চাঁন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি সোলেমান আলী, সাংগঠনিক সম্পাদক দুরুদ মিয়া রলেন, শ্রম সম্পাদক আশরাফ উদ্দিন, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সভাপতি মাহামুদুন্নবী বাকি, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিবলী সাদেক শিবলু, ব্রুকলীন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, ঢাকা দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন চঞ্চল, জ্যাকসন হাইটস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তানভীর কায়সার, ছাত্রলীগ নেতা রায়হান মাহমুদ, হৃদয় মাহমুদ, সঞ্জিত হোসেন, মেসবাহ জাভেদ পরশ প্রমুখ।

Facebook Comments Box

Posted ৩:৪৭ অপরাহ্ণ | শুক্রবার, ২৬ জুলাই ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com