
বিনোদন ডেস্ক | সোমবার, ১৫ জুলাই ২০২৪ | প্রিন্ট | 79 বার পঠিত | পড়ুন মিনিটে
বলিউডের নির্মাতা, প্রযোজক এবং অভিনতা করণ জোহরের ‘কফি উইথ করণ’-এ অতিথি হয়ে এসে বেকায়দায় পড়েছেন অনেক তারকাশিল্পী। অসাবধানে অনেকেই এমন বেফাঁস মন্তব্য করে বসেন যে, তা নিয়ে ভুগতে হয় দীর্ঘদিন। সেই সঙ্গে রয়েছে সমালোচনা আর কটাক্ষ। তাই তো করণ জোহরের এই শোয়ে অতিথি হয়ে আসার আগে অনেকেই দু’বার ভাবেন। যেমন– ২০১৪ সালে ‘কফি উইথ করণ’ শোতে অতিথি হয়ে গিয়েছিলেন অভিনেতা ইমরান হাশমি। সেই পর্বে ইমরান হাশমি ঐশ্বরিয়া রাই বচ্চনকে প্লাস্টিকের সঙ্গে তুলনা করেছিলেন।
সম্প্রতি সেই প্রসঙ্গ নিয়ে শুরু হয়েছে নতুন করে আলোচনা। এমনিতেই ইমরানের জীবনে বিতর্কের অভাব নেই। তবে সেসব নিয়ে কখনও লুকোছাপা করেননি ইমরান। বিতর্কিত বিষয় হলেও খোলাখুলি কথা বলতে বরাবরই পছন্দ করেন অভিনেতা। ঠিক কী কারণে ঐশ্বরিয়াকে প্লাস্টিকের সঙ্গে তুলনা করেছিলেন, তা নিয়ে সম্প্রতি তিনি বলেন, ‘করণ জোহরের র্যাইপিড ফায়ার প্রশ্নের মুখোমুখি যখন হই, তখন আমাকে কয়েকজন বলিউড নায়িকার নাম বলা হয়েছিল। তাদের নাম শুনে প্রথম কোন জিনিসটি মনে আসে, সেটাই বলতে বলা হয়েছিল। সেখানেই ঐশ্বরিয়ার নাম শুনে বলেছিলাম প্লাস্টিক। তবে এটা ঠিক যে, এ ধরনের মন্তব্য আমি সচেতনভাবে তখন করিনি। কোনো কিছু ভেবে বলিনি। সেই সময় যা মুখে আসে, সেটাই বলেছিলাম। কোনো কিছু ভেবে বলিনি।’
তিনি আরও বলেন, ‘আমার সত্যিই অনুশোচনা হয়। একাধিকবার বলেছি, যাদের নিয়ে কথা বলেছিলাম, তাদের প্রত্যেককে আমি শ্রদ্ধা করি। নিছক মজার ছলে বলা আমার সেই মন্তব্য মোটেই রুচিশীল ছিল না। বিষয়টি নিয়ে যদি ঐশ্বরিয়ার খারাপ লেগে থাকে, আমি অবশ্যই ক্ষমা চাইব।’
Posted ৭:৪১ পূর্বাহ্ণ | সোমবার, ১৫ জুলাই ২০২৪
nykagoj.com | Stuff Reporter