সোমবার ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সোসাইটির নির্বাচনে কামাল আহমেদের পরিবার আলোচনায়

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৩ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   252 বার পঠিত   |   পড়ুন মিনিটে

সোসাইটির নির্বাচনে কামাল আহমেদের পরিবার আলোচনায়

 

বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রতিদ্বন্দ্বি দুটি প্যানেলই প্রায় চুড়ান্ত। আতাউর রহমান সেলিম ও মোহাম্মদ আলী প্যানেল অধিকাংশ পদের বিপরীতে প্রার্থীতা নির্বাচিত করেছে। সেলিম—আলী প্যানেলের সিনিয়র সহসভাপতি মহিউদ্দীন দেওয়ান, সহসভাপতি কামরুজ্জামান কামরুল, সাংগঠনিক সম্পাদক ডিউক খান, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম রুমি ও সাংস্কৃতিক সম্পাদক মোস্তফা অনিক রাজ। এই প্যানেল থেকে নির্বাচন করতে পারেন আহসান হাবিব ও হাসান জিলানী সহ আরো অনেকে। আগামী অক্টোবরের শেষ সপ্তাহে বাংলাদেশ সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত হবে। কমিউনিটির ১৮ হাজার ৩৩০ জন সদস্য ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।

 

অন্য একটি প্যানেল আনুষ্ঠানিকভাবে প্রার্থীতা ঘোষণা করে নি। তবে গত বোববার সর্বশেষ তথ্যানুসারে সেলিম—আলী প্যানেলের বিপরীতে রুহুল—জাহিদ প্যানেল নির্বাচন করছে বলে জানা গেছে। অঘোষিত এই প্যানেলের সভাপতি প্রার্থীতা নিয়ে এখনও নানা আলোচনা চলছে। হঠাৎ করেই আলোচনায় উঠে এসেছে বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি মরহুম কামাল আহমেদের পরিবারের নাম। অনেকে প্রতিবেদককে বলেছেন, ভোটের বিবেচনায় বৃহত্তর সিলেটের ভোট বেশি। সেলিম—আলী প্যানেলের সভাপতি প্রার্থী আতাউর রহমান সেলিমের বাড়ি সিলেট। আঞ্চলিকতার বিচেনায় সেলিম এগিয়ে। প্রতিপক্ষরা এই সিলেটের ভোট ভাগ করতে মড়িয়া। তারা সিলেটের ভেতর থেকে একজন সভাপতি প্রার্থী করার সম্ভাবনা নিয়ে ভাবছেন। আর এতে তারা সাবেক জনপ্রিয় সভাপতি কামাল আহমেদের জনপ্রিয়তাকে কাজে লাগাতে চান। প্রার্থী খুঁজছেন সেই পরিবার থেকেই। তারা কামাল আহমেদের স্ত্রীকে সভাপতি প্রার্থী করা যায় কিনা তা খতিয়ে দেখছেন। সেক্ষেত্রে  রুহুল আমিন সিদ্দিকী সভাপতি প্রার্থীতা থেকে সরে যাবেন। তবে এই সম্ভাবনাকে অনেকেই প্রতিবেদকের কাছে নাকচ করেছেন। তবে বলেছেন, রুহুল—জাহিদ প্যানেলের বড় একটি পদে কামাল আহমেদের মেয়ে রুমানা আহমেদ প্রার্থী হতে পারেন। আর কামাল আহমেদের স্ত্রী কমিউনিটিতে সক্রিয় নন। তবে তার মেয়ে রুমানা বেশ একটিভ। এ ব্যাপারে রুমানার সাথে টেলিফোনে যোগাযোগ করা হয়। নির্বাচনের ব্যাপারে প্রশ্ন করলে তিনি বলেন, তথ্যটি একুরেট নাও হতে পারে। সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, তা হতে পারে। তবে ওয়েট এন্ড ওয়াচ। আমি কাজে আছি। পরে এ ব্যাপারে কথা বলবো। আপনাকে ধ্যন্যবাদ কল করার জন্য।

রুহল আমিন সিদ্দিকী সোসাইটির বর্তমান কমিটির সাধারন সম্পাদক। জাহিদ মিন্টু বৃহত্তর নোয়াখালী সমিতির সাধারন সম্পাদক ছিলেন। প্যানেল প্রশ্নে জাহিদ মিন্টু’র দৃষ্টি আর্কষন করলে তিনি প্রতিবেদককে বলেন, আগামী ৭ দিনের মধ্যে জানতে পারবেন। নির্বাচন করছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আমার শুভাকাংখিরা প্রচুর চাপ দিচ্ছেন নির্বাচন করার জন্য। এখনও চুড়ান্ত সিদ্ধান্ত নেই নি। তবে কমিউনিটির কাছে দায়বদ্ধতার তাগিদে নির্বাচন করলে আপনাদের সহসাই জানাবো।আর নির্বাচন করলে জয়ের ব্যাপারে আমি আল্লাহ’র রহমতে দৃঢ়ভাবে আত্মবিশ্বাসী। একটু ধৈর্য ধরুন সব হিসেব নিকেষ পাল্টে যাবে।

সেলিম—আলী প্যানেলের সাধারন সম্পাদক প্রার্থী মোহাম্মদ আলী। পুরো ক্যাম্পেইন মুডে রয়েছেন। প্রতিদিন গণসংযোগ করছেন। প্রতিবেদকের সাথে আলাপকালে বলেন, ভোটারের বিবেচনায় আমাদের সর্মথকরা বেশি পরিমানে ভোটার হয়েছেন। তা অন্য প্যানেলের তুলনায় কয়েক হাজার বেশি। আমরা যে প্যানেল করছি তাতে কমিউনিটির সবাই পরিচিত মুখ। সততার সাথে সার্ভিস দিয়ে কমিউনিটির মানুষের সাথে রয়েছেন। যোগ্যতার বিচারে সেলিম—আলী প্যানেলের প্রার্থীরা এগিয়ে। আমরা সহসাই পুরো প্যানেল ঘোষণা করবো।

সম্ভাব্য রুহুল —জাহিদ প্যানেলের একজন নীতি নির্ধারক বলেন, সভাপতি পদে রুহুল, সাধারন সম্পাদক জাহিদ, সহসভাপতি ফারুক চৌধুরী, সহসাধারন সম্পাদক আমিনুল ইসলাম ও কোষাধ্যক্ষ পদে নওশেদ হোসেন নির্বাচন করছেন তা নিশ্চিত। আনুষ্ঠানিক ঘোষণা আগামী সপ্তাহে আসছে। বর্তমান কমিটির প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ। রোববার রাতে তার দৃষ্টি আর্কষন করলে বলেন, আদৌ নির্বাচন করবো কিনা ঠিক করিনি। করলেও কোন প্যানেলের প্রার্থী হবো তাও চুড়ান্ত নয়। একটু অপেক্ষা করুন জানতে পারবেন।

Facebook Comments Box

Posted ১২:৪৫ পূর্বাহ্ণ | শনিবার, ১৩ জুলাই ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com