রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সিঙ্গাপুরে বেড়াতে স্বপরিবারে জিল্লুর

‘তথ্য সংগ্রহে’ জিল্লুর রহমানের বাড়িতে পুলিশঃ জিল্লুর কি বলছেন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   168 বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘তথ্য সংগ্রহে’ জিল্লুর রহমানের বাড়িতে পুলিশঃ  জিল্লুর কি বলছেন

জিল্লুর মনে করছেন, তাঁকে, তাঁর পরিবার ও প্রতিবেশীদের ভয় দেখানোর জন্য এটা করা হয়েছে। উপস্থাপক হিসেবে তাঁর ভূমিকা এবং সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) কর্মকাণ্ডে প্রতিবন্ধকতা তৈরির উদ্দেশ্যে পুলিশ এটা করেছে। থিংক ট্যাংক সিজিএসের নির্বাহী পরিচালক জিল্লুর রহমান।

ফেসবুক পোস্টে তিনি আরও বলেন, ‘এটা শুধু নিন্দনীয় নয়, এটা দেখা অত্যন্ত বিরক্তিকর যে আমার কণ্ঠরোধ করতে পুলিশকে ব্যবহার করা হচ্ছে।’ এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

জিল্লুর রহমানের বাড়ি গোসাইরহাট উপজেলার জুসিরগাঁও গ্রামে। গোসাইরহাট থানার ওসি আসলাম সিকদার বলেন, এ বিষয়ে তাঁর কাছে কোনো তথ্য নেই। পুলিশের কোনো কর্মকর্তা গিয়েছিলেন কি না, তা খতিয়ে দেখবেন।

জিল্লুরের আরও বক্তব্যঃ আমার বিষয়ে যেটুকু সবার জানা থাকা দরকার: আমার জন্ম ঢাকায়, আমি এই শহরেই থাকি। আমি যা কিছু করি প্রকাশ্যেই করি। আমার গোপন কোন এজেন্ডা বা কর্মকান্ড নেই। আমি কোন রাজনৈতিক দলের সঙ্গে কোনভাবেই সম্পর্কিত নই। আমার রাজনৈতিক কোন অভিলাষও নেই। ভবিষ্যতে কখনোই আমাকে রাজনীতিতে দেখা যাবেনা। আমি সব সরকারের আমলে একই ভূমিকায় ছিলাম, আগামীতেও তাই থাকবো। আন্তর্জাতিক পরিমন্ডলে আমার যা কিছু ক্রিয়াকর্ম, তা বাংলাদেশকে একটি সম্মানজনক আসনে দেখবার আকাংখা থেকেই। আমি সাধারন ছিলাম, আছি, এবং তাই থাকবো। তবে মাথা উঁচু করেই বাঁচবো।

Facebook Comments Box

Posted ৪:৩৫ অপরাহ্ণ | শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com