শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

প্রবাস ডেস্ক   |   সোমবার, ০৮ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   83 বার পঠিত   |   পড়ুন মিনিটে

দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলার পাঁচ প্রবাসী নিহত হয়েছে। তারা দেশটির আজমান প্রদেশে একটি কোম্পানিতে কাজ করতেন।

রোববার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টার দিকে দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন নবাবগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেশমা আক্তার।

নিহতরা হলেন, নবাবগঞ্জ উপজেলার বালেঙ্গা গ্রামের শেখ ইব্রাহীমের ছেলে ইবাদুল ইসলাম (৩৫), আব্দুল হাকিমের ছেলে রাশেদ (৩২), লুৎফর রহমানের ছেলে রানা (৩০), শেখ ইরশাদের ছেলে রাজু (২৪) ও দোহার উপজেলার দোহার বাজার এলাকার মঞ্জুর ছেলে হিরা মিয়া (২২)।

নিহতদের পরিবারের সদস্যদের বরাতে ইউপি চেয়ারম্যান রেশমা বলেন, তারা প্রতিদিনের মতো সকালে গাড়িতে করে কাজের উদ্দেশে যাচ্ছিলেন। পথে দুর্ঘটনায় তাদের গাড়িটি বিস্ফোরিত হয়। এতে তাদের মৃত্যু হয়েছে। তিনি জানান, নিহতদের মধ্যে চারজনের বাড়ি জয়কৃষ্ণপুর ইউনিয়নে।

বাংলাদেশ বিজনেস কাউন্সিল আজমানের প্রেসিডেন্ট জিল্লুর রহমান জানান, স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে কাজের উদ্দেশে তারা আবুধাবি যাচ্ছিলেন। এ সময় তাদের গাড়িটি আবুধাবির রাস্তার সাহামা এলাকায় দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। তাদের মধ্যে নবাবগঞ্জের জয়কৃষ্ণপুর ইউনিয়নের বালেঙ্গা গ্রামের চারজন ও দোহার উপজেলার দোহার বাজার এলাকার একজন রয়েছেন।

বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন বলেন, এ ব্যাপারে বিস্তারিত জানতে কনস্যুলেটের পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

Facebook Comments Box

Posted ৪:৪৯ পূর্বাহ্ণ | সোমবার, ০৮ জুলাই ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com