শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কানাডায় বাংলাদেশি কমিউনিটি অ্যাওয়ার্ড চালু

প্রবাস ডেস্ক   |   মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   81 বার পঠিত   |   পড়ুন মিনিটে

কানাডায় বাংলাদেশি কমিউনিটি অ্যাওয়ার্ড চালু

বাংলাদেশি-কানাডিয়ান কমিউনিটির উদ্যোগে ‘বাংলাদেশি কমিউনিটি অ্যাওয়ার্ড’ চালু হলো কানাডার টরন্টোতে। গত বছরের নভেম্বর মাসে এই অ্যাওয়ার্ড চালুর ঘোষণা দেওয়া হয়েছিল। এবার সেই ঘোষণার সফল বাস্তবায়ন হয়েছে।

এই প্রথম কানাডার কোনো স্কুলে বাংলাদেশি-কানাডিয়ান কমিউনিটির শিশুদের উৎসাহিত এবং অনুপ্রাণিত করতে তাদের অ্যাওয়ার্ড প্রদানের ধারা চালু হলো।

প্রতি বছর গ্রেড টুয়েলভথের বাংলাদেশি দুই শিক্ষার্থীকে এই অ্যাওয়ার্ড‌ দেওয়া হবে। মূলত কমিউনিটি ওয়ার্ক এবং নানা ধরনের ভালো কাজে জড়িত থাকার ওপর ভিত্তি করেই এই পদক দেওয়া হবে। উদ্যোক্তাদের দেওয়া মানদণ্ডের ওপর ভিত্তি করে স্কুল কর্তৃপক্ষই নির্বাচন করবে; কোনো ছাত্র-ছাত্রী এই অ্যাওয়ার্ড পেতে পারেন। এ উদ্যোগের পেছনে সবীতা সোমানী এবং নয়ন হাফিজের পারিবারিক জীবনের একটি গল্প রয়েছে। তাদের মেয়ে সৃজনী রহমান যখন স্কুলে যেত, তখন সে খুব মন খারাপ করে একদিন বলেছিল, অনেক কমিউনিটি থেকে বিভিন্ন স্কুলে তাদের শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড দেওয়া হয়।

এই প্রথম কানাডার আর এইচ কিং স্কুলের দুই বাংলাদেশি ছাত্র-ছাত্রীকে বাংলাদেশি কমিউনিটি অ্যাওয়ার্ড দেওয়া হল। এ অ্যাওয়ার্ড এবার শুধু আর এইচ কিং স্কুল দিয়ে শুরু করা হল। এরপর স্কারবোর প্রতিটি স্কুলে পর্যায়ক্রমে বাংলাদেশি কমিউনিটি অ্যাওয়ার্ড চালু করা হবে।

Facebook Comments Box

Posted ৬:৩৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com