সোমবার ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

 ঢাকাকে টেলিফোন ওয়াশিংটনেরঃ অবাধ ও সুষ্ঠ নির্বাচনের নিশ্চিতের আবারও তাগিদ

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   114 বার পঠিত   |   পড়ুন মিনিটে

 ঢাকাকে টেলিফোন ওয়াশিংটনেরঃ অবাধ ও সুষ্ঠ নির্বাচনের নিশ্চিতের আবারও তাগিদ

যুক্তরাষ্ট্রের ডেপুটি স্টেট সেক্রেটারি ও বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মধ্যে গত বৃহস্পতিবার ২২ ডিসেম্বর নাটকীয় টেলি সংলাপ অনুষ্ঠিত হলো। বাংলাদেশের অবাধ ও সুষ্ঠ নির্বাচনের আয়োজন, ঢাকাস্থ মার্কিন দূতাবাসের স্টাফদের নিরাপত্তা জোরদার ও দু’দেশের সম্পর্ক সুদৃঢ় করা ছিল আলোচনার মূল বিষয়। ডেপুটি সেক্রেটারি অব স্টেট উইন্ডি শারম্যান নিজেই এ ফোনটি করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলমকে। বাংলাদেশের আসন্ন নির্বাচন ও তার পরিবেশ তৈরি নিয়ে তারা আলোচনা করেন। তবে গত ১৪ ডিসেম্বর ডাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস’র ওপর হামলা প্রচেষ্টা ও দূতাবাসের স্টাফদের নিরাপত্তার বিষয়টিও অধিক গুরুত্ব পায়। ইউ.এস স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস ২২ ডিসেম্বর এক প্রেস বিজ্ঞপ্তিতে উইন্ডি শারম্যান ও শাহরিয়ার আলমের টেলিসংলাপের তথ্য প্রকাশ করেছেন। এর আগে গত ৭ অক্টোবর তারা সরাসরি দু’দেশের সম্পর্ক নিয়ে আলোচনায় বসেছিলেন। এ বৈঠকেও মার্কিন ডেপুটি সেক্রেটারি বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠা, শান্তিপূর্ন উপায়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ওপর গুরুত্ব দিয়েছিলেন।
এদিকে গত ১৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহম্মদ ইমরানকে তলব করেছিল। তারা জানতে চেয়েছিল বাংলাদেশ সরকার কেন কূটনৈতিকদের প্রয়োজনীয় নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। হামলার সাথে জড়িতদের ব্যাপারে সরকারের পদক্ষেপও জানতে চায় তারা। বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন অবশ্য ঢাকায় বলেছেন, তলব নয়। দু’দেশের মধ্যকার কিছু বিষয় নিয়ে তারা আলোচনায় বসেছিলেন।

Facebook Comments Box

Posted ২:৩৪ পূর্বাহ্ণ | শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com