
প্রবাস ডেস্ক | শনিবার, ২২ জুন ২০২৪ | প্রিন্ট | 71 বার পঠিত | পড়ুন মিনিটে
কুয়েতের আমির শেখ মিশাল আল-আহমদ আল-জাবের আল-সাবাহের নির্দেশ অনুযায়ী সম্প্রতি মাঙ্গাফ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের প্রত্যেকের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ১৫ হাজার মার্কিন ডলার করে দেওয়ার ঘোষণা দিয়েছে কুয়েত সরকার। সরকারি সূত্রের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম আরব টাইমস এ তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, ক্ষতিপূরণের অর্থ ক্ষতিগ্রস্তদের নিজ নিজ দূতাবাসে মাধ্যমে পৌঁছে দেওয়া হবে। ক্ষতিগ্রস্তদের পরিবারের কাছে ক্ষতিপূরণের অর্থ দ্রুত পৌঁছানো নিশ্চিত করবে দূতাবাস।
গত ১২ জুন কুয়েতের দক্ষিণাঞ্চলের মাঙ্গাফ এলাকায় শর্ট সার্কিট থেকে একটি ভবনে অগ্নিকাণ্ডে ৪৯ জন প্রবাসী মারা যান। আহত হন প্রায় অর্ধশত। নিহতদের মধ্যে ৪৫ জন ছিলেন ভারতের নাগরিক। তিনজন ছিলেন ফিলিপাইনের নাগরিক। তবে নিহতদের মধ্যে কোনো বাংলাদেশি নাগরিক ছিলেন না।
এনবিটিসি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর কেজি আব্রাহাম সংবাদ সম্মেলনে বলেন, কোম্পানির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে, প্রতিটি পরিবার থেকে একজনের কোম্পানিতে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এবং প্রতি পরিবারকে ভারতীয় ৮ লাখ রুপি করে দেওয়া হবে।
এ ঘটনায় একজন কুয়েতি নাগরিক, তিনজন ভারতীয় নাগরিক এবং চার মিশরীয় নাগরিককে আটক করা হয়েছে।
Posted ৫:৩৫ পূর্বাহ্ণ | শনিবার, ২২ জুন ২০২৪
nykagoj.com | Stuff Reporter