রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দুদিনের রেকর্ড ৩ ঘণ্টায় ভেঙে দিল ওটিটির যে কনটেন্ট

বিনোদন ডেস্ক   |   বুধবার, ১৯ জুন ২০২৪   |   প্রিন্ট   |   62 বার পঠিত   |   পড়ুন মিনিটে

দুদিনের রেকর্ড ৩ ঘণ্টায় ভেঙে দিল ওটিটির যে কনটেন্ট

‘ফিমেল ৪’র প্রিমিয়ার প্রদর্শনীর পর ধারণা করা গিয়েছিল মুক্তির পর এটি আলোচনা তৈরি করবে। শুধু আলোচনাতে সীমাবদ্ধ থাকেনি, বরং ব্যবসায়িকভাবেও মাত্র দুদিনে সাফল্যের হাতছানি দেখাচ্ছে জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত এই কনটেন্টটি।

‘ফিমেল-৪’ প্রযোজনা সংস্থা মাত্র ২৪ ঘণ্টার বঙ্গ একটি হিসেবে জানিয়েছে, মাত্র ২৪ ঘণ্টায় ২লাখের দর্শক ২০ টাকা করে সাবক্রাইবের মাধ্যমে দেখছেন। পেইড ওয়াচ টাইম এসেছে দেড় কোটি মিনিট। আরও চমকপ্রদ তথ্য হচ্ছে, ১০০-এর বেশি দেশ থেকে দর্শক ‘ফিমেল ৪’ দেখছেন। সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন।

এর আগে বঙ্গ-তে ‘অসময়’ বানিয়েছিলেন কাজল আরেফিন অমি। তিনি বলেন, ‘অসময়’ ২দিনে যে রেকর্ড করেছিল, এবার ৩ ঘণ্টায় তাই করলো ‘ফিমেল ৪’। দেশ বিদেশ থেকে ২ লাখের বেশি দর্শক শুধুমাত্র রিলিজের প্রথম ৩ ঘণ্টার। আজ দুপুর পর্যন্ত আরও ১ লাখ ৭৫ হাজারের বেশি দেশ-বিদেশের দর্শক সাবক্রাইব করে দেখেছেন।

”আমার আত্মবিশ্বাস ছিল মানুষ দেখবে, তবুও রিলিজের আগেও কেন জানি নার্ভাস লাগছিল। কিন্তু বঙ্গ থেকে যখন আমাকে অল্প সময়ের রেকর্ড ব্রেক রেজাল্ট জানায়, তখন থেকে আমি রিল্যাক্স ফিল করছি। কনটেন্ট যারাই দেখছে ৮০ মিনিট বিনোদিত হচ্ছেন। আমি সবসময় এই দর্শকদের জন্য কাজ করে যেতে চাই, বিনোদিত করতে চাই।”

ফিমেল ৪ মুক্তির আগে অযাচিত একটি বিষয় নিয়ে সমালোচনায় পড়েছিলেন অমি। অনেকে তার এই কনটেন্ট বয়কটের ডাক দিয়েছিল। কিন্তু মুক্তির পরের চিত্রটি ঠিক উল্টো। অমি বলেন, আমাকে কি বলেছিল আমি আসলে ভুলে গিয়েছি। ঈদের দিন রাত দশটা পর্যন্ত টেনশনে ছিলাম। এরপর বঙ্গের সিইও ফয়েজ ভাই আমাকে প্রথম ৩ ঘণ্টার আপডেট জানালে স্বস্তি পাই। সত্যি কথা বলতে, আমি এখন সব ভুলে গিয়েছি যে কে কিভাবে আমাকে কি মন্তব্য করেছিল।

বঙ্গের চিফ কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান বলেন, অল্প সময়ে হোটেল রিল্যাক্সের চেয়ে চারগুণ এবং অসময়ের চেয়ে দুই গুণ বেশি দর্শক ফিমেল ৪ দেখছে। আমরা দর্শকদের ধন্যবাদ জানাই। উৎসবের এই মৌসুমে দর্শকরা এমন পপুলার কনটেন্টকে পে করে দেখে আমাদের নতুন কাজে অনুপ্রাণিত করে যাচ্ছেন।

এর আগে ফিমেল-এর তিন কিস্তি এসেছিল ইউটিউবে। এবার এলো ওটিটিতে। সেখানে দর্শকরা ব্যাপকভাবে সাড়া দিলেন। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, শরাফ আহমেদ জীবন, পাভেল, শিমুল, সুমন পাটোয়ারি, শিবলু মৃধা, ইরেশ যাকের, নীলাঞ্জনা নীলা প্রমুখ।

Facebook Comments Box

Posted ২:১৫ অপরাহ্ণ | বুধবার, ১৯ জুন ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com