
বিনোদন ডেস্ক | সোমবার, ১০ জুন ২০২৪ | প্রিন্ট | 65 বার পঠিত | পড়ুন মিনিটে
তরুণ প্রজন্মের সঙ্গীত পরিচালক নাভেদ পারভেজ। এক দশকের বেশি সময় ধরে সংগীত পরিচালক ও সুরকার হিসেবে কাজ করছেন। বলা চলে ‘পরান’ সিনেমার ‘চলো নিরালয়’ গানের পর বেশ জনপ্রিয়তা পান তিনি। সর্বশেষ রায়হান রাফির পরিচালনায় শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমার টাইটেল গানটির সংগীতায়োজন করেছেন। নতুন গান ও নানা প্রসঙ্গ নিয়ে তিনি কথা বলেছেন সঙ্গে।
‘চলো নিরালায়’-‘সুরমা সুরমা’ গানের পর ‘তুফান’ছবির টাইটেল গান। নতুনগান নিয়ে প্রত্যাশা কেমন?
জনি হকের ‘চলো নিরালায়’ ও জাহিদ আকবরের লেখা ‘সুরমা সুরামা’ গান দুটি তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। এবার তুফানের টাইটেল গানটি নিয়ে ভালো লাগাটা অন্যরকম। কারণ, তুফান সিনেমা অনেক বড় একটি প্রজেক্ট। এই ছবি নিয়ে দর্শকমহলে তুমুল আগ্রহ আছে। টাইটেল গানটি রিলিজ পেল। প্রকাশের পর দারুণ সাড়া পেয়েছি। সোশ্যাল মিডিয়াতে গানটি নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। ইউটিউবেই প্রায় শ-খানেক প্রতিক্রিয়া এসেছে। আরও আসছে। বিদেশিরা গানটি নিয়ে রিভিউ দেখে একটা বিষয় পরিষ্কার-সংগীতের কোনো গণ্ডি নেই।
‘তুফান’ ছবিতে যুক্ত হলেন কিভাবে। শাকিব খানের ছবির গান করার বাড়তি চাপ অনুভব করেছেন কি না?
প্রত্যেকটি গান তৈরিতেই চাপ থাকে। থাকে দায়িত্ববোধের জায়গা। এই গানটি তৈরির বেলাতেও চাপ ছিল। আর যুক্ত হওয়ার প্রসঙ্গে বলতে গেলে পরিচালক রায়হান রাফি একদিন ফোন করে বলেন, তুফানের টাইটেল গান করতে হবে। এরপর আমাকে গল্পটি শোনান। শাকিব ভাইয়ের তুফান ক্যারেক্টার সম্পর্কে আইডিয়া দেন। তার ক’দিন পর গীতিকার তাহসান শুভর সঙ্গে বসে গানের একটি ড্রাফট তৈরি করি। রাফি ভাই সঙ্গে সঙ্গেই পছন্দ করে ফেলেন। শাকিব ভাইও শোনার পর দারুণ পছন্দ করেন। প্রযোজকও প্রশংসা করেছেন। এক্ষেত্রে রাফি ভাই আমাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন বলেই কাজটি নিজের মত করতে পেরেছি। শিল্পী আরিফ রহমান জয়-রাপাস্তা দাদু, গীতিকার তাহসান শুভসহ সবার প্রচেষ্টায় বলতে পারি আমরা সফল।
সিনেমার গান তৈরির সময় সর্ব প্রথম কি কি জিনিস মাথায় রাখতে হয়?
সিনেমার গান তৈরির আগেই আমি প্রথমে পরিচালক/গীতিকারের সঙ্গে আলাপে বসি। সেটা রোমান্টিক, টাইটেল, ডান্স নাম্বার যেটাই হোক না কেনো, গান অনেক স্টাইলে অনেকভাবে প্রেজেন্ট করা যেতে পারে। আমরা যখন মিটিংয়ে বসি, গান কী রকম হতে পারে, গল্প কী ডিমান্ড করে, মেইন কাস্টিং কারা এসব আলোচনা করে নেই। আমি মনে করি, একটা সিনেমার গান ১০০টা বিলবোর্ডের সমান। উপমহাদেশে সিনেমার গান শুনেই কিন্তু দর্শক হলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে। সিনেমার গানের সময় সহজ কথা, সহজ সুর এবং যুগের সঙ্গে তাল মিলিয়ে সংগীতায়োজন করা খুবই গুরুত্বপূর্ণ। আমি আমার সব সিনেমার গানে অনেক এক্সপেরিমেন্ট করি। গানের কোর ভেলুজগুলো রাখার চেষ্টা করি যাতে সব ধরণের শ্রোতা পছন্দ করে।
আপনি আমেরিকা প্রবাসী। সেখান থেকে কাজ করেন নাকি দেশে এসে কাজ করে আবার চলে যান?
আমি আমেরিকায় নিউ ইয়র্কে থাকি। বর্তমানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে একটি প্রতিষ্ঠানে আছি। চাকরি-পরিবারকে সময় দেয়ার পর মিউজিক নিয়ে যা একটু সময় ব্যয় করা হয় আর কি। যখন যেখানে থাকি সেখান থেকেই কাজ করার চেষ্টা করি।
বিদেশে বসে দেশের কাজ করতে অসুবিধা হয় না?
আমাদের বিদেশ লাইফ তো রোবটের মত। সবকিছু নিয়ম মাফিকভাবে চলতে হয়। বিদেশে বসে দেশের কাজ করতে কিছুটা অসুবিধা হয় কিন্তু গানের প্রতি ভালোবাসা ও ইচ্ছাশক্তি থেকে কাজ করি বলে অসুবিধাগুলো বড় বাধা হয়ে দাঁড়ায় না।
দেশের বাইরের গান নিয়েও কি কাজ করেছেন?
এখনও হয়নি। তবে কয়েকজন লোকাল আর্টিস্ট নিয়ে গান নিয়ে কথা চলছে। দেখা যাক কি হয়।
দেশের গান নিয়ে আপনার পরিকল্পনা?
সিনেমায় পূর্ণাঙ্গ সংগীত পরিচালনা করার ইচ্ছা আছে। সব কিছু ব্যাটে বলে মিললে নিজের সেরাটা দেব। আর আমার ইউটিউব চ্যানেলে নতুন/অভিজ্ঞ শিল্পীদের নিয়ে নিয়মিত গান করছি। ইচ্ছে আছে, দেশের বেশিরভাগ শিল্পীর সঙ্গে আমার চ্যানেলের জন্য বেশ কিছু গান করা।
সাধারণত গানের পেছনের মানুষরা খুব বেশি প্রচারের আলোয় আসে না। এতে করে কি খারাপ লাগা কাজ করে?
দেখুন, ইন্ডিয়াতে কোন গান হিট হলে গীতিকার/সুরকার ঘরে লুকাই থাকলেও মিডিয়া তাকে খুঁজে বের করে আনে। সেখানে গীতিকার-সুরকারদের অন্যরকম সম্মান দেওয়া হয় যেটা আমাদের বাংলাদেশে কম। আপনি বলতে পারবেন, শুধু গান লিখে বা সুর করে গত দশ বছরে কোনো নতুন গীতিকার/সুরকার জনপ্রিয়তা পেয়েছে? আমার তো মনে পরে না। কিছু কিছু অ্যাওয়ার্ড প্রোগ্রামে গীতিকার-সুরকারদের কোনো নমিনেশন আবার কিছু কিছুতে নেই। তাহলে তারা উৎসাহিত হয়ে ভালো কাজ করবেই বা কীভাবে? গীতিকার-সুরকাররা বা সংগীতপরিচালক একটা গানের জন্মদাতা অথচ তারা তেমন হাইলাইটই হয় না। এসব বিষয় খুব দুঃখজনক।
বর্তমানে কি কাজ নিয়ে ব্যস্ততা আপনার?
ইতিমধ্যে বেশ কয়েকটি সিনেমায় কাজের অফার এসেছে, আলোচনা চলছে। আর আমার ইউটিউব চ্যানেলের জন্য বেশ কয়েকটি গান রেডি, সময়মত প্রকাশ করবো।
Posted ৫:৩৩ পূর্বাহ্ণ | সোমবার, ১০ জুন ২০২৪
nykagoj.com | Stuff Reporter