
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৮ জুন ২০২৪ | প্রিন্ট | 188 বার পঠিত | পড়ুন মিনিটে
গোল্ডেন এজ হোম কেয়ার প্রেজেন্টস জামাইকায় বাংলা উৎসব পথমেলা ৯ জুন রোববার। জামাইকাস্থ থমাস এডিসন হাই স্কুলের সামনে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত এই পথমেলা খোলা থাকবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ নেওয়াজ। গেষ্ট অব অনার হিসেবে থাকছেন কনসাল জেনারেল নাজমুল হুদা, সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া, সাবেক সাংসদ এম এম শাহিন ও বিশিষ্ঠ রিয়েলটর ইনভেস্টর নুরুল আজিম। অনুষ্ঠানকে সফল করার জন্য প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করছেন জামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ফকরুল ইসলাম দেলোয়ার। জামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি আয়োজিত এই মেলা কমিটিতে বিলাল চৌধুরী —আহবায়ক, আলমগীর খান আলম—প্রধান সমন্বয়ক ও রিজু মোহাম্মদ সদস্য সচিব হিসেবে কাজ করছেন। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি এএফএম জামান ও সাধারন সম্পাদক জে মোল্লা সানী সবাইকে মেলায় আসার আমন্ত্রন জানিয়েছেন।
Posted ২:৩২ অপরাহ্ণ | শনিবার, ০৮ জুন ২০২৪
nykagoj.com | Monwarul Islam