
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৮ জুন ২০২৪ | প্রিন্ট | 173 বার পঠিত | পড়ুন মিনিটে
জামাইকায় বাংলাদেশ ফেস্টিভল অনুষ্ঠিত হবে ২২ জুন। স্থানীয় মেরি লুইস একাডেমিতে বিকেল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে এ অনুষ্ঠান। অনুষ্ঠানের আহবায়ক ও সদস্য সচিব হিসেবে থাকছেন যথাক্রম গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট শাহ নেওয়াজ ও সাংবাদিক বেলাল আহমেদ। আজকালের ব্যবস্থাপনা সম্পাদক রানো নেওয়াজ থাকছেন অনুষ্ঠান ব্যবস্থাপনার চেয়ারম্যান হিসেবে। এ ফেস্টিভলের প্রধান আর্কষন চিত্রনায়িকা মৌসুমী। গান গেয়ে মাতিয়ে রাখবেন রানো নেওয়াজ,অনিক রাজ, কৃষœা তিথি, শাহ মাহবুব, বকুল ও নিপা জামান সহ স্থানীয় শিল্পীরা। অ্যাংকর হিসেবে থাকবেন জনপ্রিয় উপস্থাপিকা সামসুন নাহার নিম্মি। পুরো অনুষ্ঠানটি দর্শকদের জন্য ফ্রি ও উন্মুক্ত।
Posted ২:০৪ অপরাহ্ণ | শনিবার, ০৮ জুন ২০২৪
nykagoj.com | Monwarul Islam