সন্দ্বীপ সোসাইটির উদ্যোগে বুধবার ৪ঠা জুন সোসাইটির নিজস্ব কার্যালয় সন্দ্বীপ ভবনে নিউ ইয়র্ক এর শীর্ষ স্থানীয় হসপিটাল মাইমোনাইডেজ হসপিটাল এর শীর্ষ কর্মকর্তাদের সাথে বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কমিউনিটির সেবার মান বৃদ্ধিই ছিল সভার প্রধান আলোচ্য্ বিষয়।
সন্দ্বীপ সোসাইটির সভাপতি ফিরোজ আহমেদ এর সঞ্চলনায় এই সভায় মাইমোনাইডেস হসপিটাল এর পক্ষে প্রেসিডেন্ট ও সিইও কেনেথ গিবস , হেড অফ এইচ আর হুগো , ভাইস প্রেসিডেন্ট ডগলাস উপস্থিত ছিলেন.
বাংলাদেশী কমিউনিটি লিডার দের মধ্যে উপস্থিত ছিলেন কাজী আজম , ডাক্তার হাসান ,রেফায়েত উল্লাহ চৌধুরী ,আলমগীর হোসাইন ,মোস্তফা কামাল পাশা বাবুল ,লুৎফুল করিম ,মাহফুজুল মাওলা নানু ,মফিজুর রহমান ,ওয়ালিদ ইসলাম ,ডঃ মুফতি আনসারুল করিম ,আহসান হাবিব , মঞ্জুর কাদের সোহাগ ,সালেহ আহমেদ ,কাজী ফৌজিয়া ,আনোয়ার হোসাইন , জামাল উদ্দিন রিপন , ফখরুল ইসলাম ,জাহাঙ্গীর সোহওয়ার্দী , এস সাহাব ,সালেহ মানিক , দুলাল মিয়া সহ সন্দ্বীপ সোসাইটির কার্যনির্বাহী কমিটির সকলে উপস্থিত ছিলেন। এছাড়া কমুনিটির আরো অনেক নেতৃবৃন্ধ সভায় উপস্থিত থেকে তাদের মতামত প্রদান করেন।
নানান প্রস্তাবনার মধ্যে বিশেষ যে বিষয় গুলু সামনে আসে সেগুলো হল বংলাদেশিদের মধ্যে থেকে ডাক্তার দের বেশি বেশি চাকরির সুযোগ প্রদান ,ইমার্জেন্সি রুম এ অপেক্ষার সময় কমানো ,তরুণ বাংলাদেশী ডাক্তারদের বেশি বেশি রেসিডেন্সির সুযোগ করে দেয়া , পার্কিং সমস্যা , ইন্টারপ্রেটার সহ আরো অনেক বিষয়।
কেনেথ গিবস সহ অন্যান্যরা সব বিষয় গুলো মনোযোগের সহকারে শুনেন এবং যথা সম্ভব কার্যকরী করার সর্বাত্মক চেস্টার কথা জানান।
একটি শীর্ষ স্থানীয় হসপিটাল এর শীর্ষ কর্মকর্তাগণ আমাদের কমিউনিটিতে এসে আমাদের সমস্যা শুনার জন্য সন্দ্বীপ সোসাইটির সভাপতি ফিরোজ আহমেদ সহ প্রায় সকলেই তাদের ধন্যবাদ জানান।