রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কণ্ঠে সমস্যা, দোয়া চাইলেন তাহসান

বিনোদন ডেস   |   বুধবার, ০৫ জুন ২০২৪   |   প্রিন্ট   |   60 বার পঠিত   |   পড়ুন মিনিটে

কণ্ঠে সমস্যা, দোয়া চাইলেন তাহসান

দেশের জনপ্রিয় তারকা তাহসান খান। শোবিজ অঙ্গনে তিনি পরিচিতি পান মূলত গানের মাধ্যমেই। এরপর আসেন অভিনয়ে। দুই মাধ্যমেই সমানতালে কাজ করে যাচ্ছিলেন তাহসান। কিন্তু হঠাৎ দুঃসংবাদ দিলেন তিনি। এখন আর মন খুলে পারফর্ম করতে পারছেন না। অর্থাৎ তার কণ্ঠ এখন আর ভালো নেই।

তাহসান গণমাধ্যমকে বলেন, ‘আসলে অসুস্থার কথা খুব বিস্তারিতভাবে বলে কারও মন খারাপ হোক সেটা চাই না। তবে এটুকু বলতে চাই যে, অসুস্থতা সবার জীবনেই আসতে পারে। আমার কণ্ঠের ব্যাথার যে সমস্যা সেটিও তেমন একটি বিষয়। তবে একজন গায়কের ক্ষেত্রে সমস্যাটা যদি কণ্ঠে হয়, তহালে সেটি অবশ্যই হাতাশার জন্ম দেয়। গলার যতোটুকু ক্ষতি হওয়ার সেটি তো হয়েছেই। এর চেয়ে বেশি আর যেন ক্ষতি না হয় সেই চেষ্টা করছি। সবার কাছে দোয়া চাই যেন দ্রুত সমস্যাটি কাটিয়ে উঠতে পারি।’

২০১৮ সালে প্রথম কণ্ঠে ব্যাথা অনুভব করেন তাহসান। ঠিক হচ্ছিল না বলে বিদেশে চিকিৎসা করিয়েছিলেন। ভালো মন্দ এভাবেই যাচ্ছিল। অবশেষে ঢাকারই এক চিকিৎসক তার কণ্ঠের আসল সমস্যাটা ধরতে পারেন।

তাহসানের কথায়, ‘গাইতে গিয়েই আমার কণ্ঠের অনেকটাই ক্ষতি হয়ে যায়। ফলে তিনি আমাকে একটা লাইফস্টাইল অনুসরন করতে বলেন। সেভাবেই এখন চলছি। ভালো ট্রিটমেন্ট হচ্ছে, কণ্ঠের উন্নতিও হচ্ছে। কিন্তু এক ধরনের ভয়তো থাকেই যে, আর যদি আগের মতো স্ট্যামিনা নিয়ে গাইতে না পারি!’

মাঝে তার কণ্ঠের সমস্যাটা অনেকটাই সেরে উঠেছিল। এজন্য তিনি একাধিক গান ও কনসার্টে অংশ নিতে পেরেছেন। গত ঈদে তার ও অভিনেত্রী তাসনিয়া ফারিনের গাওয়া ‘রঙে রঙে’ দারুণ হিট করে। কিন্তু সদ্য আবারও কণ্ঠের সমস্যাটা জটিল হতে শুরু করেছে তাহসানের। এজন্য এখন একেবারেই গান করছেন না।

Facebook Comments Box

Posted ৫:১০ অপরাহ্ণ | বুধবার, ০৫ জুন ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com