শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

‘ফ্রিডম অব দ্য সিটি অব লন্ডন’ অ্যাওয়ার্ডে ভূষিত মিজানুর রহমান

প্রবাস ডেস্ক   |   সোমবার, ০৩ জুন ২০২৪   |   প্রিন্ট   |   89 বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘ফ্রিডম অব দ্য সিটি অব লন্ডন’ অ্যাওয়ার্ডে ভূষিত মিজানুর রহমান

ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিবিসিসিআই) পরিচালক ও নর্থ ওয়েস্ট রিজিয়নের প্রেসিডেন্ট, আন্তর্জাতিক চ্যারিটি সংস্থা জাস্ট হেল্প ফাউন্ডেশন ইউকের চেয়ারম্যান ও আই হসপিটালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মিজানুর রহমান মিজানকে ‘ফ্রিডম অব দ্য সিটি অব লন্ডন’ অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে। চ্যারিটি কার্যক্রমে ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ম্যানচেস্টারে ব্রিটিশ বাংলাদেশিদের মধ্যে মিজানই প্রথম এই গৌরব অর্জন করেন।

শিগগিরই লন্ডন সিটি কাউন্সিলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে এই সম্মানজনক অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

জানা যায়, ফ্রিডম অব দ্য সিটি অব লন্ডন অ্যাওয়ার্ড ১২৩৭ সাল থেকে চালু হয়। সেই হিসেবে এই অ্যাওয়ার্ড ব্রিটেনের একটি অন্যতম পুরোনো ও ঐতিহ্যবাহী অ্যাওয়ার্ড। সমাজের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য বহু গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে ইতঃপূর্বে এই অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে। যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। জন ক্যারি, ভান মরিসন, ড্যামি মারি পিটার্স, শাবানা আজমি, লর্ড মেয়র প্রফেসর মাইকেল ম্যানেলিলি ও হাইড-স্টেলিব্রিজের এমপি জোনাথান রেনাল্ড প্রমুখ।

অ্যাওয়ার্ড প্রাপ্তিতে মিজানুর রহমান তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, আমি আমার এই সম্মানজনক অ্যাওয়ার্ড প্রাপ্তিতে মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাকে মানবতার জন্য কাজ করার সুযোগ করে দিয়েছেন। সেই সাথে আমার পরিবারের সদস্য, বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষীসহ ব্রিটেন ও ইউরোপের বিভিন্ন কমিউনিটির সবার প্রতি কৃতজ্ঞতা।

উল্লেখ্য, মিজানুর রহমান মিজান গত ২৫ বছর থেকে ইলেক্ট্রনিকস মিডিয়ার সঙ্গে সাংবাদিকতায় যুক্ত রয়েছেন। ১৯৯৯ সাল থেকে ২০০৭ পর্যন্ত বাংলা টিভি ও তারপর থেকে চ্যানেল এস এ তিনি বাংলাদেশি কমিউনিটির সংবাদ প্রচারের মধ্য দিয়ে তিনি উল্লেখযোগ্য অবদান রেখে আসছেন।

মিজানুর রহমান মিজান বাংলাদেশের ক্রীড়াজগতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। সিলেট পাইলট স্কুলে থাকাকালীন সময় থেকে হকি খেলা শুরু করেন। মৌসুমি ক্লাবের প্রতিষ্ঠাতাদের অন্যতম। দীর্ধদিন সিলেট মৌসুমি ও জেলা দলের হয়ে খেলেছেন। ১৯৮২ সালে খেলোয়াড় হিসেবে ঢাকা মোহামেডান যোগ দেন। দুই বছর মোহামেডানে খেলার পর আবাহনীতে দীর্ঘদিন সুনামের সঙ্গে খেলেছেন।

সর্বশেষ ১৯৯০ সনে তিনি আবাহনী ক্রীড়াচক্রের ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করেছেন। হকি দলের খেলোয়াড় হিসেবে জাতীয় ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলংকাসহ বিভিন্ন দেশের বিরুদ্ধে খেলে দেশের সম্মান বয়ে এনেছেন। ১৯৯১ সালে দেশ ছেড়ে ব্রিটেনে স্থায়ীভাবে এসে গ্রেটার ম্যানচেস্টারের ডাকিনফিল্ডে পরিবার নিয়ে বসবাস করে আসছেন।

বিশিষ্ট ক্রীড়াবিদ মিজান বাল্যকাল থেকেই নিজেকে চ্যারিটি কর্মকাণ্ডে যুক্ত রেখেছেন। লন্ডনে২০০৬ সালে আগপাড়া মসজিদের তহবিল সংগ্রহ করেন। তারপর ২০০৭ সালে জাস্ট হেল্প ফাউন্ডেশন গঠন করে দেশে-বিদেশে আর্তমানবতার কল্যাণে কাজ করে আসছেন। ২০১২ সালে সিলেটের গোয়াইনঘাঠে জাস্ট হেল্প আই হসপিটাল নির্মাণ করে দুঃস্থদের সেবায় একটি কার্যকর অবদান রাখেন।

Facebook Comments Box

Posted ৪:১০ পূর্বাহ্ণ | সোমবার, ০৩ জুন ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com