রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নেদারল্যান্ডের পর এবার জার্মানিতে তাহসান ও অ্যাশেজ

বিনোদন ডেস্ক   |   মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   125 বার পঠিত   |   পড়ুন মিনিটে

নেদারল্যান্ডের পর এবার জার্মানিতে তাহসান ও অ্যাশেজ

নেদারল্যান্ডসের পর জার্মানিতে কনসার্ট করতে যাচ্ছে তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড ও অ্যাশেজ। এর আগে কণ্ঠশিল্পী তাহসান এককভাবে বিভিন্ন কনসার্ট ও সংগীতায়োজনে অংশ নিলেও এবারের ইউরোপ সফরের সঙ্গী হিসেবে নিয়েছেন তাঁর ব্যান্ড সদস্যদের। অন্যদিকে এ সময়ের আলোচিত ব্যান্ড অ্যাশেজও এই প্রথম তাহসানের ব্যান্ডের সঙ্গে ইউরোপের তিনটি দেশে একসঙ্গে কনসার্টে অংশ নিচ্ছে।

আগামী ২৩ ডিসেম্বর জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হবে এই দুই ব্যান্ডের কনসার্টটি। ইউরোপ সফরের আগে এ নিয়ে অ্যাশেজ ব্যান্ডের সদস্য জুনায়েদ ইভান বলেছেন, ‘এই প্রথম কনসার্টের উদ্দেশ্যে ইউরোপ যাত্রা। তাই চেষ্টা থাকবে গানে গানে দর্শক প্রত্যাশা পূরণের।’ তিনি আরও বলেন, ‘বিজয় দিবস ঘিরে আয়োজিত প্রতিটি কনসার্টই আমাদের কাছে আলাদা তাৎপর্য বহন করে। তাই বিদেশের মাটিতে নিজ দেশের বিজয় দিবস উদযাপনের এই কনসার্টগুলো স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করি।’ তাঁর কথার সঙ্গে একমত পোষণ করেছেন শিল্পী তাহসান নিজেও।

গত ১৬ ডিসেম্বর নেদারল্যান্ডসে প্রথম আয়োজিত প্রথম কনসার্টে অংশ নেয় তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড ও অ্যাশেজ। জার্মানির পর ২৬ ডিসেম্বর এই দুটি ব্যান্ড পারফর্ম করবে ফ্রান্সে।

Facebook Comments Box

Posted ১:৩৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com