রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

চলছে কয়লা খালাস, ২৩ নাবিকই দেশে ফিরবেন জাহাজে

প্রবাস ডেস্ক   |   মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   193 বার পঠিত   |   পড়ুন মিনিটে

চলছে কয়লা খালাস, ২৩ নাবিকই দেশে ফিরবেন জাহাজে

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ হামরিয়া বন্দরে নোঙর করা জাহাজ এমভি আবদুল্লাহ থেকে চলছে কয়লা খালাসের কাজ। আজ মঙ্গলবার দিনভর কয়লা খালাস করা হয়। সোমবার বন্দরে ফেরার পর রাত ১২টা থেকে এ কাজ শুরু হয়।

এদিকে ২৩ নাবিকই জাহাজে করে দেশে ফিরবেন। কেএসআরএম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

মালিকপক্ষ সূত্রে জানা যায়, সোমবার শারজাহ হামরিয়া বন্দরে নোঙর করে জাহাজ এমভি আবদুল্লাহ। এর পর থেকে শুরু হয় কয়লা খালাসের কাজ। আরও পাঁচদিন লাগবে কয়লা খালাস করতে। খালাসের পর নতুন করে বাংলাদেশের জন্য জাহাজে কার্গো ভর্তি করা হবে।

কেএসআরএম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম বলেন, কয়লা খালাস করতে আরও পাঁচদিন সময় লাগবে। পুরোপুরি খালাসের পর নতুন করে কার্গো ভর্তি করা হবে।

এ দিকে এমভি আবদুল্লাহর ২৩ নাবিকের দুজন বিমানযোগে বাংলাদেশে ফেরার ইচ্ছা জানান। তবে সিদ্ধান্ত পরিবর্তন করেছেন তারা। ফলে অন্যান্য নাবিকদের মতো জাহাজে তারা দেশে ফিরবেন।

মেহেরুল করিম বলেন, ২৩ নাবিকের সবাই ভাল আছেন। তারা একসঙ্গে জাহাজে করে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। দেশে ফিরে তারা গণমাধ্যমের মুখোমুখি হবেন।

গত ১২ মার্চ ভারত মহাসাগর থেকে ২৩ নাবিকসহ বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ জিম্মি করেছিল সোমালিয়ার জলদস্যুরা। ১৪ এপ্রিল জাহাজটি মুক্তিপণ নিয়ে ছেড়ে দেয় জলদস্যুরা।

Facebook Comments Box

Posted ১:৫৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com